জানা গিয়েছে, বহরমপুরের কাদামাটি এলাকায় আজকে তিন বন্ধু মিলে একসঙ্গে স্নান করতে নেমেছিলেন। কিন্তু দু’জন বন্ধু উঠে এলেও হঠাৎই তলিয়ে যায় প্রহ্লাদ হাজরা। অনেক খোঁজাখুঁজি করলেও মেলেনি সন্ধান। পরে স্হানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় ডুবুরিকে। ডুবরি টিম এসে খোঁজাখুঁজি করে উদ্ধার করা হয় প্রহ্লাদকে। তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ইউটিউব দেখে দুম্বা পালন কৃষকের! লক্ষ টাকা রোজগার করে ভাগ্যবদল
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অষ্টম শ্রেণির ছাত্র ছিল প্রহ্লাদ। তিনজন বন্ধু মিলে হঠাৎই ঠিক করে গরমের কারণে পুকুরে গিয়ে স্নান করবে। কিন্তু সেই ভাবে সাঁতার জানত না প্রহ্লাদ। আর সেই কারণেই পুকুরের গভীর খাদ থাকার কারণে তলিয়ে যায় চোখের নিমেষেই। অনেক খোঁজাখুঁজি করা হলেও প্রথমে সন্ধান পাওয়া যায় নি। অবশেষে সন্ধান মেলে। পরিবারের কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।
কৌশিক অধিকারী






