TRENDING:

Murshidabad News: ৩ বন্ধু মিলে পুকুরে স্নান করতে যাওয়াই কাল! অকালে প্রাণ গেল অষ্টম শ্রেণীর পড়ুয়ার

Last Updated:

পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল পড়ুয়ার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: তিনবন্ধু মিলে বাড়ির কাছেই স্হানীয় একটি পুকুরে স্নান করতে নেমেছিলেন। কিন্তু স্নান করে আর বাড়ি ফেরা আর হল না। এক কিশোর পুকুরে তলিয়ে গেলেন। মর্মান্তিক মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাদামাটি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম প্রহ্লাদ হাজরা।
পুকুরে তলিয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার
পুকুরে তলিয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার
advertisement

জানা গিয়েছে, বহরমপুরের কাদামাটি এলাকায় আজকে তিন বন্ধু মিলে একসঙ্গে স্নান করতে নেমেছিলেন। কিন্তু দু’জন বন্ধু উঠে এলেও হঠাৎই তলিয়ে যায় প্রহ্লাদ হাজরা। অনেক খোঁজাখুঁজি করলেও মেলেনি সন্ধান। পরে স্হানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় ডুবুরিকে। ডুবরি টিম এসে খোঁজাখুঁজি করে উদ্ধার করা হয় প্রহ্লাদকে। তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: ইউটিউব দেখে দুম্বা পালন কৃষকের! লক্ষ টাকা রোজগার করে ভাগ্যবদল 

মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অষ্টম শ্রেণির ছাত্র ছিল প্রহ্লাদ। তিনজন বন্ধু মিলে হঠাৎই ঠিক করে গরমের কারণে পুকুরে গিয়ে স্নান করবে। কিন্তু সেই ভাবে সাঁতার জানত না প্রহ্লাদ। আর সেই কারণেই পুকুরের গভীর খাদ থাকার কারণে তলিয়ে যায় চোখের নিমেষেই। অনেক খোঁজাখুঁজি করা হলেও প্রথমে সন্ধান পাওয়া যায় নি। অবশেষে সন্ধান মেলে। পরিবারের কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ৩ বন্ধু মিলে পুকুরে স্নান করতে যাওয়াই কাল! অকালে প্রাণ গেল অষ্টম শ্রেণীর পড়ুয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল