বিরাট জলাশয়, পিকনিকের দুর্দান্ত ব্যবস্থা, ভ্রমণপিয়াসীদের ভিড় চন্দ্রকেতু পার্কে, কোথায় আছে এমন প্রকৃতির ঠিকানা?

Last Updated:
West Medinipur News: শীতের শুরুতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা শহরের অন্যতম দর্শনীয় স্থান চন্দ্রকেতু পার্কে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সাপ্তাহিক ছুটি বা হঠাৎ ঘুরে আসার পরিকল্পনায় এখন এই পার্কই প্রথম পছন্দ।
1/6
শীতের শুরুতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা শহরের অন্যতম দর্শনীয় স্থান চন্দ্রকেতু পার্কে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সাপ্তাহিক ছুটি বা হঠাৎ ঘুরে আসার পরিকল্পনায় এখন এই পার্কই প্রথম পছন্দ। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
শীতের শুরুতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা শহরের অন্যতম দর্শনীয় স্থান চন্দ্রকেতু পার্কে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সাপ্তাহিক ছুটি বা হঠাৎ ঘুরে আসার পরিকল্পনায় এখন এই পার্কই প্রথম পছন্দ। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
পার্কের প্রধান আকর্ষণ বিস্তীর্ণ জলাশয়। সবুজে ঘেরা শান্ত পরিবেশ ও প্রাকৃতিক মনোরম দৃশ্য শহরের কোলাহল থেকে দূরে এনে দেয় এক প্রশান্ত অনুভূতি।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
পার্কের প্রধান আকর্ষণ বিস্তীর্ণ জলাশয়। সবুজে ঘেরা শান্ত পরিবেশ ও প্রাকৃতিক মনোরম দৃশ্য শহরের কোলাহল থেকে দূরে এনে দেয় এক প্রশান্ত অনুভূতি।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
শীত মানেই পিকনিকের মরসুম। দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে পার্কে রয়েছে, পানীয় জলের ব্যবস্থা, রান্নার জন্য আলাদা সেড, পর্যাপ্ত বসার জায়গা, সজ্জিত বাগান, এই কারণে পরিবার পরিজন বা বন্ধুবান্ধবদের নিয়ে দিনভর পিকনিকের জন্য পার্কটি একদম উপযুক্ত।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
শীত মানেই পিকনিকের মরসুম। দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে পার্কে রয়েছে, পানীয় জলের ব্যবস্থা, রান্নার জন্য আলাদা সেড পর্যাপ্ত বসার জায়গা, সজ্জিত বাগান, এই কারণে পরিবার পরিজন বা বন্ধুবান্ধবদের নিয়ে দিনভর পিকনিকের জন্য পার্কটি একদম উপযুক্ত।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
শিশুদের আকর্ষণের কেন্দ্র দোলনা, স্লাইডসহ বিভিন্ন খেলনার সরঞ্জামে সাজান চিলড্রেন’স প্লে জোন। এছাড়াও রয়েছে সংগীতের তালে নাচা ফোয়ারা, যা সন্ধ্যায় দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
শিশুদের আকর্ষণের কেন্দ্র দোলনা, স্লাইডসহ বিভিন্ন খেলনার সরঞ্জামে সাজান চিলড্রেন’স প্লে জোন। এছাড়াও রয়েছে সংগীতের তালে নাচা ফোয়ারা, যা সন্ধ্যায় দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
পার্কে ঘুরতে এসে শুভম ঘোষ বলেন,“চন্দ্রকেতু পার্কে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ সত্যিই মনকে প্রশান্ত করে। এখানে নির্বিঘ্নে কিছু সময় কাটান যায়।”( ছবি ও তথ্য মিজানুর রহমান )
পার্কে ঘুরতে এসে শুভম ঘোষ বলেন,“চন্দ্রকেতু পার্কে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ সত্যিই মনকে প্রশান্ত করে। এখানে নির্বিঘ্নে কিছু সময় কাটান যায়।”( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পার্কের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সুনিশ্চিত হওয়ায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। ফলে শীতের শুরুতেই চন্দ্রকেতু পার্ক পরিণত হয়েছে ভ্রমণপিয়াসীদের অন্যতম প্রিয় গন্তব্যে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পার্কের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সুনিশ্চিত হওয়ায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। ফলে শীতের শুরুতেই চন্দ্রকেতু পার্ক পরিণত হয়েছে ভ্রমণপিয়াসীদের অন্যতম প্রিয় গন্তব্যে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement