Money Making Tips: ইউটিউব দেখে দুম্বা পালন কৃষকের! লক্ষ টাকা রোজগার করে ভাগ্যবদল
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Money Making Tips: এই ছাগল বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা ইনকাম হয়েছে।
মুর্শিদাবাদ: আরব দেশের দুম্বা পালনে ভাগ্য বদল, শাহজাদপুরের কৃষকের। মরুভূমির রাজা নামে পরিচিত দুম্বা, এখন বাংলার ঘরে লালন পালন হচ্ছে। শুধু স্বপ্ন নয়, পরিশ্রম আর সাহসিকতা যদি সঙ্গে থাকে তাহলেই সম্ভব নতুন কিছু করে দেখানো। হরিহরপাড়ার শাহজাদপুরের একজন চাষি সেটাই প্রমাণ করেছেন বাস্তবে। দেশের প্রচলিত গরু বা ছাগলের খামার না করে তিনি বেছে নিয়েছেন ব্যতিক্রমী পথ। পালন করছেন মরুভূমির রাজা, আরব দেশের দুম্বা। আর ইউটিউব দেখে দুম্বা পালন করে লক্ষ টাকা আয়ের পথে ভাগ্য বদল হচ্ছে চাষির কপালে।
প্রথমে মাত্র তিনটি দুম্বা নিয়ে শুরু। আজ তার খামারে রয়েছে বিভিন্ন দামের, আকৃতির ও বৈশিষ্ট্যের একাধিক আরব দুম্বা। রঙ, গঠন আর স্বাস্থ্যে যেন চোখ জুড়িয়ে যায়।দুম্বা চাষি আবসার আলী তিনি জানিয়েছেন, ইউটিউব দেখে দুম্বা চাষে আগ্রহ বেড়েছে। মালদহ জেলা থেকে ১ লক্ষ ৬৯ হাজার টাকা দিয়ে তিনটে দুম্বার বাচ্চা নিয়ে আসা হয়েছিল ছয় মাসের মধ্যেই বাচ্চা দিতে শুরু করে। এখানকার ছাগলে যেসব খাবার খায় সেই খাবার খেয়েই বড় হচ্ছে । তবুও এই দুম্বাগুলোর জন্য বিশেষ খাদ্য তালিকা তৈরি করা হয়েছে। এই ছাগল বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা ইনকাম হয়েছে।
advertisement
advertisement
এটাও জানা গিয়েছে, বিশেষ করে কোরবানির মৌসুমে দুম্বার চাহিদা থাকায়, বাজারে এর দামও বেশ ভাল। ফলে লাভ আসছে নিয়মিত, আর খরচ তুলনামূলকভাবে অনেকটাই নিয়ন্ত্রিত। এই তিন বছরে প্রায় লক্ষ লক্ষ টাকা আয় করেছে এই কৃষক। প্রাণিসম্পদ অধিদফতরের পরামর্শ ও সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা। স্থানীয় অনেক তরুণ এখন আগ্রহী হচ্ছেন এই নতুন সম্ভাবনার খাতে।
advertisement
আরব দেশের এই বহুমূল্য দুম্বা পালনের মাধ্যমে শুধু নিজের ভাগ্যই পাল্টে ফেলেননি তিনি। সঙ্গে তৈরি করেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শাহজাদপুরের হরিহরপাড়া আজ নতুন পরিচয়ে পরিচিত হচ্ছে ‘দুঁম্বা খামারের গ্রাম’ হিসেবে।
advertisement
কৌশিক অধিকারী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 8:11 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ইউটিউব দেখে দুম্বা পালন কৃষকের! লক্ষ টাকা রোজগার করে ভাগ্যবদল









