মেসি উন্মাদনায় যুবভারতীতে বিশৃঙ্খলা! যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা! গ্যালারির গেট ভাঙার চেষ্টা দর্শকদের! যুবভারতীতে ছোড়া হচ্ছে বোতল! মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। মেসিকে ঘিরে বিরাট ভিড় যুবভারতীতে, ভাঙচুর হল স্টেডিয়ামের চেয়ার, মাঠে পৌঁছে গেল জনজোয়ার৷ একবার সামনাসামনি দেখার জন্য হাজার -হাজার টাকার টিকিট কেটেছিলেন দর্শকরা৷ মেসি মাঠে এক পাকও ঘোরেননি, ফলে একবারের জন্যেও কেউ দেখতে পায়নি আর্জেন্তাইন তারকাকে৷ নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video) ৷
Last Updated: December 13, 2025, 13:06 IST


