যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা ! গ্যালারির গেট ভাঙার চেষ্টা, দর্শকাসন থেকে ছোড়া হল বোতল

Last Updated:

Chaos at Messi's Kolkata event: মেসির অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক ভাবে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়ে ফেলেন।

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা !
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা !
কলকাতা: মেসির অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক ভাবে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়ে ফেললেন। মাঠের মাঝে মেসিকে ঘিরে এত ভিড় যে গ্যালারি থেকে এদিন প্রায় কিছু দেখাই যায়নি। সেই রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই এদিন মাঠ ছাড়েন মেসি। তাঁকে কনভয় করে বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাঠে বোতল পড়তে থাকে, পরপর চেয়ার ছোড়া হয়। হু হু করে মাঠে ঢুকে পড়েন দর্শকরা।
মেসির সমস্ত পোস্টার ছিঁড়ে মাঠের মধ্যেই ফেলা হয়। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর যত পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলা হয়। দর্শকদের অভিযোগ, এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখা গেল না? সেই ক্ষোভ থেকেই ছোঁড়া হল বোতল। এমনকী, মাঠে ঢুকে গোল পোস্ট ভাঙার চেষ্টা করা হয়। গ্যালারি নিমেষে ফাঁকা হয়ে যায়। গোটা মাঠ ভরে যায় দর্শকে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
advertisement
advertisement
শনিবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে ঠিকমতো এদিন মেসিকে দেখাই যায়নি। এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। গ্যালারি থেকে তাঁকে দেখা যাচ্ছিল না। টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবলপ্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন।
advertisement
মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরে ছিল তাঁকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইকে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গ্যালারি থেকে দেখা যায়নি মেসিকে। তারপরেই শুরু হয় চরম বিশৃঙ্খলা ! মাঠে নেমে পড়েন ক্ষুব্ধ দর্শকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা ! গ্যালারির গেট ভাঙার চেষ্টা, দর্শকাসন থেকে ছোড়া হল বোতল
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement