কলকাতায় মেসি ম্যাজিক ! বাইপাসের ধারে হোটেলে রয়েছেন মেসি। সকালে হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন হয়। মেসির সঙ্গে দেখা করতে হাজির শাহরুখ খানও। হোটেলের বাইরে মেসি ভক্তদের ভিড়। এদিন রাত আড়াইটে নাগাদ কলকাতায় পা রাখেন মেসি। প্রায় ১৪ বছর পর ভারতে মেসির আগমন। বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। মেসি ছাড়াও কলকাতায় এসেছেন উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। রয়েছেন শাহরুখ খানও।
Last Updated: December 13, 2025, 11:02 IST


