Bardhaman Town Hall: কোটি কোটি টাকা খরচে নতুন রূপে সাজছে বর্ধমান টাউন হল! সুবিধা বাড়বে অনেক, কী কী হচ্ছে জানলে চমকে যাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Bardhaman Town Hall: নবরূপে সেজে উঠছে বর্ধমানের টাউন হল। ঐতিহ্যকে বজায় রেখে করা হচ্ছে সংস্কারের কাজ।বাড়ানো হয়েছে মঞ্চের আয়তন। হলের বাইরের দিকে থাকবে বিশেষ আলো। এছাড়াও থাকছে একাধিক ব্যবস্থা।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে ঐতিহ্যবাহী টাউন হলটি। হলের ভিতর বাইরের সমস্ত প্লাস্টার প্লাস্টার ছাড়িয়ে করা হচ্ছে নতুন করে। সমস্ত পুরনো কাঠ ফেলে দিয়ে সেগুন কাঠের কারও কাজ করা হচ্ছে। মঞ্চের আয়তন সামনের দিকে ২ মিটার বাড়ানো হয়েছে এবং পুরনো কাঠ সরিয়ে সেগুন কাঠ দেওয়া হয়েছে। আধুনিকভাবে তৈরি করা হচ্ছে মঞ্চটিকে।
advertisement
হলের ভিতরে থাকা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের পুরনো ছবিগুলি সরিয়ে নতুন করে ছবিগুলি সাজানোর জন্য শিল্পী, ইতিহাসবিদদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। তারাই বিষয়টি ঠিক করবেন। পাশাপাশি আর্কিটেক্ট দিয়ে সমস্ত নকশা তৈরি করে সংস্কার করা। মঞ্চের পাশে একটি মহিলা এবং একটি পুরুষ গ্রিন রুম করা হয়েছে, মহিলা গ্রিন রুমে রয়েছে বাথরুম।
advertisement
advertisement
advertisement
বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, "টাউন হলের পুরনো ঐতিহ্যকে বজায় রেখে আধুনিক মানের অডিটোরিয়াম তৈরি করাটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। ঐতিহ্য বজায় রেখে কলকাতার বাইরে বিশেষ আধুনিক সুবিধা যুক্ত অডিটোরিয়াম গড়ে তোলাই ছিল আমাদের মূল লক্ষ্য। আশা করি বর্ধমানবাসী-সহ সাংস্কৃতিক জগতের সকলেরই পছন্দ হবে এই নতুন টাউন হল। প্রায় সাড়ে তিন কোটি টাকা বাজেট থাকলেও কাজ শেষ হওয়া পর্যন্ত সেই বাজেট পৌঁছবে প্রায় সাড়ে চার কোটিতে।" (ছবি ও তথ্য:সায়নী সরকার)





