জানা গিয়েছে, বলাগড় ক্ষত্রিয় নগর খালধারের বাসিন্দা বছর ২৬ এর সেখ আসাদুল মণ্ডলকে গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় বলাগড় থানার পুলিশ তুলে নিয়ে আসে। যুবক তার জামাই বাবু শেখ রাজাকে মেসেজ করে জানায় সে কথা। রাজা শেখ পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে আসাদুলকেও ফোন করেন। কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেননি।
advertisement
আরও পড়ুন: NH10-এ মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ ফুট গভীর খাদে হুড়মুড়িয়ে পড়ল গাড়ি! মৃত ২, আহত ৮
এই ঘটনার পরেই বলাগড় স্টেশনের পাশে রেল লাইন থেকে মৃতদেহ পাওয়া যায় ওই যুবকের। খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে যুবকের পরিবার ও গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় সিসি ক্যামেরা। চাইল্ড ফ্রেন্ডলি কর্ণার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হুগলি গ্রামীণ পুলিশ আধিকারীকরা থানায় উপস্থিত হয়। উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে যুবককে থানায় ধরে আনা হয়েছিল। পরে বেল বন্ডে সই করে বেল নিয়ে যুবক থানা থেকে চলে যায়। এরপর শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় রেললাইন থেকে। এই ঘটনার পর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে থানা ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ আর পাল্টা দাবিতে সরগরম হুগলির বলাগড়।






