উল্লেখ্য, পহেলগাঁওয়ের নিহত পর্যটকদের চোখের সামনে মারা হয়েছিল তাদের আত্মীয়দের, মুছে দেওয়া হয়েছিল বহু মায়ের বোনের সিঁথির সিঁদুর। সেই কারণে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যরাতে পাকিস্তানের এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বহু জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে। এরপর থেকেই বিজয় উল্লাসে ফেটে পড়ে দেশের আমজনতা।
advertisement
তবে শুধু সাধারণ মানুষই নয়, এই অপারেশনের ফলে যে খুশি হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও কলা কুশলীরাও তাও এবার বোঝা গেল কবিয়াল অসীম সরকারের গানের মাধ্যমে। বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার নিজের কবিগানের জন্য সর্বস্তরে বিখ্যাত। আগেও সমাজের একাধিক পরিস্থিতি নিয়ে গান বেধেছিলেন তিনি। সেই সমস্ত গান আজও জেলা ছাড়িয়ে ছাড়া রাজ্যের মানুষের মোবাইল ফোনে বন্দি।
রাজনীতির পাশাপাশি একাধিক অনুষ্ঠানেও তাকে কবি গান করতে দেখা গিয়েছে এর আগে। তবে এবারের অপারেশন সিঁদুর নিয়ে এই গানটি গেয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন আলাদাভাবে।
Mainak Debnath





