India-Pakistan: ৮০ শতাংশ পরিবারের রান্নাঘরে অপরিহার্য! ভারত 'এই' একটি জিনিসের জন্য পাকিস্তানের উপর নির্ভরশীল, অশান্তির আবহে ব্যাপক বাড়বে দাম?
- Published by:Shubhagata Dey
Last Updated:
India-Pakistan Business: ভারত পাকিস্তান থেকে প্রথম যে জিনিসটি কিনেছিল তা ছিল রক সল্ট। এই লবণের জন্য ভারত পুরোপুরি পাকিস্তানের ওপর নির্ভরশীল। ভারতে রক সল্টের উৎপাদন কম। তাই এটি পাকিস্তান থেকে আমদানি করা হয়।
*আটারি-ওয়াঘা রুটটি ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের একমাত্র স্থলপথ এবং এই চেক-পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটারি স্থলবন্দর আফগানিস্তান থেকে ভারতে পণ্য আমদানির জন্য একটি প্রধান বন্দর হিসাবেও কাজ করে। ১২০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্থলবন্দরটি সরাসরি জাতীয় মহাসড়ক-১ এর সঙ্গে যুক্ত। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*ভারতে সয়াবিন, হাঁস-মুরগির খাবার, সবজি, লাল লঙ্কা, প্লাস্টিকের দানা ও প্লাস্টিকের সুতো এই রুট দিয়ে রফতানি করা হয়। একই সঙ্গে সেখান থেকে ড্রাই ফ্রুটস, ড্রাই খেজুর, জিপসাম, সিমেন্ট, গ্লাস, রক সল্ট ও ভেষজ আমদানি করা হতো। এখন সীমান্ত বন্ধ হয়ে গেছে এবং ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়েছে। ফলে দাম ব্যাপক বাড়ার সম্ভাবনা। সংগৃহীত ছবি।





