প্রাণঘাতী ঘুড়ির চিনা মাঞ্জা! বাঁচাতে বাইক আরোহীদের কী পরাল পুলিশ? বর্ধমানে বড় উদ্যোগ
- Reported by:Saradindu Ghosh
- Published by:Ankita Tripathi
Last Updated:
ঘুড়ির সুতোয় গুরুতরভাবে জখম হওয়ার ঘটনা ঘটে মাঝে মধ্যেই। চিনা মাঞ্জায় গলা কেটে প্রাণ সংশয়ের একাধিক ঘটনাও ঘটেছে।
ঘুড়ির সুতোয় গুরুতরভাবে জখম হওয়ার ঘটনা ঘটে মাঝে মধ্যেই। চিনা মাঞ্জায় গলা কেটে প্রাণ সংশয়ের একাধিক ঘটনাও ঘটেছে। এবার সেই দুর্ঘটনা রুখতে এগিয়ে এল পুলিশ। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে সাইকেল মোটর সাইকেল চালকদের নেক সিল পরিয়ে দেওয়া হল। পুলিশের এই উদ্যোগে খুশি বাসিন্দারা।
বর্ধমান শহরে পৌষ সংক্রান্তিতে ঘুড়ির মেলা অনুষ্ঠিত হয়। তার আগে কয়েক দিন ধরেই সকাল থেকে সন্ধে পর্যন্ত শহরের সর্বত্র ঘুড়ি ওড়ে। তাই আতঙ্ক ছড়াচ্ছে চিনা মাঞ্জা। তাতে যে কোনও সময় জখম হতে পারেন যে কেউ। সেকথা ভেবেই পথ চলতি সাইকেল মোটর সাইকেল আরোহীদের নেক সিল পরালো পূর্ব বর্ধমানের বীরহাটা সাব ট্রাফিক গার্ড।
advertisement
advertisement
বীরহাটা সাব ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা পুলিশ সুপারের পরামর্শ মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক বছর আগে আমিও ঘুড়ির সুতোয় জখম হয়েছিলাম। ঘুড়ি ওড়ানোর উৎসবের আগেই এই উদ্যোগ নেওয়া হল। এদিন বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট, উল্লাস মোড় ও তেলিপুকুর মোড়ে কয়েকশো সাইকেল, মোটর সাইকেল আরোহী, ভ্যান চালক, রিকশ চালককে এই নেক সিল পরিয়ে দেওয়া হয়। এই নেক সিল মাঞ্জা সুতো থেকে তাঁদের রক্ষা করবে।
advertisement
শহরের বাসিন্দারা বলেন, ঘুড়ি ওড়ানোর চল এই শহরে রাজ আমলের। কিন্তু চিনা মাঞ্জার দাপট গত কয়েক বছর দেখা দিয়েছে। এই সুতো সহজে ছেঁড়ে না। গলা কেটে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ছাড়ে। ট্রাফিক পুলিশের এই উদ্যোগ সময়োপযোগী। আগে ঘুড়ি ওড়ানোর জন্য মাঞ্জা দেওয়া সুতোর চল ছিল। তাতে এতোটা বিপদ ছিল না।
advertisement
প্রশাসনের উচিত প্রাণঘাতী চিনা মাঞ্জার ব্যবহার আটকানো। তা যাতে বিক্রি করা না হয় তা দেখা উচিত প্রশাসনের। যারা নেক সিল পেলেন তাঁরা বলছেন, এর আগে চিনা মাঞ্জায় অনেকেই জখম হয়েছেন। ট্রাফিক পুলিশ যে এই বিষয়টি ভেবেছে সে জন্য তাদের ধন্যবাদ জানাই। শুধু সুতো থেকে নয় এই নেক সিল শীত আটকাতেও কাজে দেবে। এদিন অনেককেই আগ্রহের সঙ্গে পুলিশের দেওয়া নেক সিল সংগ্রহ করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 11, 2026 4:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রাণঘাতী ঘুড়ির চিনা মাঞ্জা! বাঁচাতে বাইক আরোহীদের কী পরাল পুলিশ? বর্ধমানে বড় উদ্যোগ









