কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কমাতে কড়া পদক্ষেপ বারাকপুর পুলিশ কমিশনারেটের। দ্রুতগতির এই এক্সপ্রেসওয়েতে ক্রমবর্ধমান দুর্ঘটনা রুখতেই এবার আরও সক্রিয় হল বারাকপুর পুলিশ কমিশনারেট। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত মুড়াগাছা, কাঁপা মোড় এই অংশে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু বদল আনার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে।
advertisement
পুলিশের সমীক্ষা অনুযায়ী, মসৃণ রাস্তা ও ফাঁকা পরিবেশের সুযোগ নিয়ে বহু চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন। স্পিড লিমিট ও নজরদারি ক্যামেরা বসানও হলেও অনেকেই তা অমান্য করছেন। এর ফলেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে ব্যস্ততম এই এক্সপ্রেসওয়েতে। পুলিশের হিসেব বলছে, দুর্ঘটনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বাইক চালকরাই।
এই পরিস্থিতিতে দুর্ঘটনা কমাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের মূল রাস্তায় রুট বাস, বাইক, ভ্যান ও সাইকেল চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে ঝুঁকি এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ওই সমস্ত যানবাহনকে সার্ভিস রোড ব্যবহার করার কথা বলা হচ্ছে ট্রাফিক পুলিশের তরফে। ইতিমধ্যেই এই সচেতনতা বার্তা বিভিন্ন জায়গায় ফ্লেক্স, ব্যানার ও পোস্টার করে জানানো হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নাকা চেকিং চালিয়ে সংশ্লিষ্ট যানবাহনগুলিকে সার্ভিস রোড ধরতে বলা হচ্ছে।
বারাকপুর ট্রাফিক পুলিশের ডিসি অম্লানকুসুম ঘোষ জানান, বাইক, ভ্যান এই ধরনের যানবাহন গুলি সার্ভিস রোড দিয়ে চলাচল করুক। মূল রাস্তা যতটা সম্ভব এড়িয়ে চলাই দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে। তবে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়নি। যাতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে তাই এই ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে।
একইভাবে রুট বাসগুলিকেও সার্ভিস রোড দিয়ে চলাচল ও যাত্রী ওঠানামা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভ্যান ও সাইকেলের ক্ষেত্রেও এই বিষয়টিকে মাথায় রাখতে বলা হচ্ছে। মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় বোর্ড লাগানো হয়েছে এবং প্রয়োজনে আগামী দিনে কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে।
সম্প্রতি কল্যাণী এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা পরিস্থিতি নিয়ে পুলিশি সমীক্ষা চালানো হয়। কলকাতা পুলিশের হয়ে যে সংস্থা সমীক্ষা করে, তারাই সরেজামিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই এই নতুন চিন্তাভাবনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে একাধিক জায়গায় চেকিং চলছে।
আরও পড়ুন- বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে মুক্তি, রংরুটে আসা বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
পাশাপাশি বসানো হয়েছে নজরদারি ক্যামেরা, ভবিষ্যতে আরও ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে একাধিক স্থানে ব্যারিকেড বসানো হয়েছে। এই রাস্তায় মাঝেমধ্যেই বাইক রাইডারদের মধ্যে ‘রেস’ চলানোর অভিযোগ রয়েছে। তা আটকাতেও বিশেষ পরিকল্পনা করছে বারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। সব মিলিয়ে স্বাভাবিক গতি বজায় রেখে কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা একেবারে কমিয়ে আনার লক্ষ্যেই ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ করছে বারাকপুর পুলিশ কমিশনারেট বলে জানা গিয়েছে।






