Kalyani Expressway : দুর্ঘটনা রুখতেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিকল্প ভাবনা, তবে বন্ধ হচ্ছে না বাইক চলাচল!

Last Updated:

Kalyani Expressway : দুর্ঘটনা রুখতেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিকল্প ভাবনা, তবে বন্ধ হচ্ছে না বাইক চলাচল!

প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তি
প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তি
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আর চালানো যাবে না বাইক-সহ একাধিক যানবাহন! এমন খবর প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিভ্রান্তি। কী জানাচ্ছে প্রশাসন!
কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কমাতে কড়া পদক্ষেপ বারাকপুর পুলিশ কমিশনারেটের। দ্রুতগতির এই এক্সপ্রেসওয়েতে ক্রমবর্ধমান দুর্ঘটনা রুখতেই এবার আরও সক্রিয় হল বারাকপুর পুলিশ কমিশনারেট। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত মুড়াগাছা, কাঁপা মোড়  এই অংশে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু বদল আনার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে।
advertisement
পুলিশের সমীক্ষা অনুযায়ী, মসৃণ রাস্তা ও ফাঁকা পরিবেশের সুযোগ নিয়ে বহু চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন। স্পিড লিমিট ও নজরদারি ক্যামেরা বসানও হলেও অনেকেই তা অমান্য করছেন। এর ফলেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে ব্যস্ততম এই এক্সপ্রেসওয়েতে। পুলিশের হিসেব বলছে, দুর্ঘটনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বাইক চালকরাই।
advertisement
এই পরিস্থিতিতে দুর্ঘটনা কমাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের মূল রাস্তায় রুট বাস, বাইক, ভ্যান ও সাইকেল চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে ঝুঁকি এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ওই সমস্ত যানবাহনকে সার্ভিস রোড ব্যবহার করার কথা বলা হচ্ছে ট্রাফিক পুলিশের তরফে। ইতিমধ্যেই এই সচেতনতা বার্তা বিভিন্ন জায়গায় ফ্লেক্স, ব্যানার ও পোস্টার করে জানানো হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নাকা চেকিং চালিয়ে সংশ্লিষ্ট যানবাহনগুলিকে সার্ভিস রোড ধরতে বলা হচ্ছে।
advertisement
বারাকপুর ট্রাফিক পুলিশের ডিসি অম্লানকুসুম ঘোষ জানান,  বাইক, ভ্যান এই ধরনের যানবাহন গুলি সার্ভিস রোড দিয়ে চলাচল করুক। মূল রাস্তা যতটা সম্ভব এড়িয়ে চলাই দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে। তবে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়নি। যাতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে তাই এই ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে।
advertisement
একইভাবে রুট বাসগুলিকেও সার্ভিস রোড দিয়ে চলাচল ও যাত্রী ওঠানামা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভ্যান ও সাইকেলের ক্ষেত্রেও এই বিষয়টিকে মাথায় রাখতে বলা হচ্ছে। মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় বোর্ড লাগানো হয়েছে এবং প্রয়োজনে আগামী দিনে কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে।
সম্প্রতি কল্যাণী এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা পরিস্থিতি নিয়ে পুলিশি সমীক্ষা চালানো হয়। কলকাতা পুলিশের হয়ে যে সংস্থা সমীক্ষা করে, তারাই সরেজামিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই এই নতুন চিন্তাভাবনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে একাধিক জায়গায় চেকিং চলছে।
advertisement
আরও পড়ুন- বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে মুক্তি, রংরুটে আসা বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
পাশাপাশি বসানো হয়েছে নজরদারি ক্যামেরা, ভবিষ্যতে আরও ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে একাধিক স্থানে ব্যারিকেড বসানো হয়েছে। এই রাস্তায় মাঝেমধ্যেই বাইক রাইডারদের মধ্যে ‘রেস’ চলানোর অভিযোগ রয়েছে। তা আটকাতেও বিশেষ পরিকল্পনা করছে বারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। সব মিলিয়ে স্বাভাবিক গতি বজায় রেখে কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা একেবারে কমিয়ে আনার লক্ষ্যেই ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ করছে বারাকপুর পুলিশ কমিশনারেট বলে জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalyani Expressway : দুর্ঘটনা রুখতেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিকল্প ভাবনা, তবে বন্ধ হচ্ছে না বাইক চলাচল!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement