TRENDING:

Film Festival: ঋত্বিক ঘটক স্পেশ্যাল চলচ্চিত্র উৎসব! কিংবদন্তির জন্ম শতবর্ষে মধ্যমগ্রামে বিশেষ আয়োজন, ৭ দিন ধরে চলবে প্রদর্শনী

Last Updated:

Madhyamgram Film Festival: এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরুণ নির্মাতা এবং বহু সিনেমাপ্রেমী মানুষজন। ঋত্বিক ঘটকের উপর বিশেষ এই প্রদর্শনী ৭ দিন ধরে চলবে। মধ্যমগ্রামের কোথায় এই আয়োজন হচ্ছে জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়ঃ ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে ভিড় জমালেন শিল্পী থেকে বুদ্ধিজীবীরা। বাংলা চলচ্চিত্রের মহারথী ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মধ্যমগ্রাম-সোদপুর রোডের শিল্প সুষমা আর্ট গ্যালারিতে এদিন এই অনুষ্ঠান হয়। স্বল্পদৈর্ঘ্যের এই ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হন বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরুণ নির্মাতা এবং বহু সিনেমাপ্রেমী মানুষজন।
advertisement

উৎসবের শুরুতে ঋত্বিক ঘটকের জীবন, সৃষ্টিশীলতা ও আধুনিক ভারতীয় চলচ্চিত্রে তাঁর প্রভাবকে কেন্দ্র করে আলোচনা সভা হয়। সেই আলোচনায় অংশ নেন মানস ঘোষ, সুদিন চট্টোপাধ্যায়, প্রভাস দত্ত, নাট্যকার প্রবীর গুহ, দীপিতা সেনগুপ্ত সহ বিশিষ্ট অতিথিবৃন্দেরা। তাঁরা সকলেই উল্লেখ করেন, ঋত্বিক ঘটকের মানবিক চলচ্চিত্রভাষা ও সমাজবাস্তবতা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

আরও পড়ুনঃ ঘরের পাশাপাশি এলাকাতেও অশান্তি! শান্তি-শৃঙ্খলা ফেরাতে কোমর বেঁধে নামলেন মহিলারা, তমলুকের গ্রামে চলল বিরাট অভিযান

advertisement

অনুষ্ঠানে শিল্পী পার্থ ঘোষ তুলে ধরেন এক অনন্য শিল্প প্রয়াস। তাঁর ক্যানভাসে আলো-ছায়ার মেলবন্ধনে ফুটে ওঠে ঋত্বিক ঘটকের প্রতিকৃতি, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি সংগীতশিল্পীদের পরিবেশনায় গানের মাধ্যমেও এই কিংবদন্তি চলচ্চিত্রকারকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু হয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনী। ‘বীজাঙ্কুর’, ‘১৪ দিন শেষ’, ‘এ রাইড ইন দ্য ট্রেন’ সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র এদিন দেখানো হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বছরে আক্রান্ত ৪ হাজার, সাপে কামড়ানোর গ্রাফ আকাশছোঁয়া! সামাল দিতে মাঠে স্বাস্থ্য দফতর
আরও দেখুন

প্রতিটি প্রদর্শনীতেই দর্শকদের উৎসাহী অংশগ্রহণ নজর কাড়ে। এই চলচ্চিত্র উৎসবের অন্যতম উদ্যোক্তা অমিত পাল বলেন, এলাকার মানুষকে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দেখিয়ে বিশেষ বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঋত্বিক ঘটকের উপর বিশেষ এই প্রদর্শনী ৭ দিন ধরে চলবে। শিল্প সুষমার এই ফিল্ম ফেস্টিভ্যাল ঘিরে তৈরি হওয়া উন্মাদনা ঋত্বিক ঘটকের প্রতি মানুষের গভীর শ্রদ্ধাবোধ যেন আরও একবার স্পষ্ট করে তুলল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Film Festival: ঋত্বিক ঘটক স্পেশ্যাল চলচ্চিত্র উৎসব! কিংবদন্তির জন্ম শতবর্ষে মধ্যমগ্রামে বিশেষ আয়োজন, ৭ দিন ধরে চলবে প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল