পেশায় একজন সাধারণ পোল্ট্রি দোকান ব্যবসায়ী রাখালবাবু প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে এত সামান্য একটি পেট্রোল বিলই তার জীবনে এমন আনন্দের মুহূর্ত এনে দেবে। পুরস্কারের খবর শুনে প্রথমে অবাক হলেও পরে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: বিহারি পোড়া দুধ চায়ের স্বাদ এখন পুরুলিয়ার রঘুনাথপুরে, ওঙ্কার সাউয়ের হাতে স্পেশাল চা খেয়ে যান
advertisement
রাখাল বাবু জানান, “প্রতিদিনের মতোই নিজের মোটরসাইকেলে পেট্রোল ভরতে রঘুনাথপুর শহরের মণ্ডল পেট্রোল পাম্পে গিয়েছিলেন তিনি। বিলের সঙ্গে তাকে দেওয়া হয় একটি লটারির কুপন।” কিন্তু কে জানত, সেই ছোট্ট কুপনই এনে দেবে তার জীবনের সবচেয়ে বড় চমক! লটারির ফল ঘোষণার দিন জানা যায়, প্রথম পুরস্কার জিতেছেন রাখাল বাউরি। পুরস্কার হিসেবে রয়েছে ১০ লক্ষ টাকার ঝকঝকে নতুন চারচকা গাড়ি।
আরও পড়ুন: কালীপুজোর আগেই চরম বিপত্তি! বাতিল একগুচ্ছ ট্রেন, চরম ভোগান্তি যাত্রীদের, রাস্তায় বেরনোর আগে জানুন
পেট্রোল পাম্পের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়ির চাবি রাখালের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অর্ঘ্য মণ্ডল, যিনি রাখালের হাতে গাড়ির চাবি তুলে দেন। ১০ লক্ষ টাকার চারচাকা গাড়ি পেয়ে উচ্ছ্বসিত রাখালবাবু জানান, “ভাবতেই পারিনি, এত বড় পুরস্কার জিতব। ৫৭০ টাকায় এমন সৌভাগ্য আসবে, তা স্বপ্নেও ভাবিনি।” রঘুনাথপুর জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। সবাই বলছে, ভাগ্য সত্যিই কখন, কীভাবে ঘুরে যায়, তা কেউ জানে না!