কিন্তু গত কয়েক বছরে মিলিবাগ বা দোয়ে পোকার আক্রমণে উজাড় হচ্ছে বিঘার পর বিঘা জবার ক্ষেত। তাতেই সমস্যা বেড়েছে কৃষকদের, ফলে অনেকেই জবা ফুলের চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন।
বর্তমান সময়ে লাভজনক বিভিন্ন ফুলের চাষ হচ্ছে বাগনানের কৃষি জমিতে। ফুল চাষে সূচনা লগ্ন থেকে জবা চাষ হচ্ছে এখানে। বিভিন্ন রকম ফুল চাষের হলেও অধিকাংশ কৃষকের চাষের জমিতে জবা বাগান দেখা যায়। স্থানীয় কৃষকরা জবা গাঁদা জুঁই এলাকা অর্থাৎ বাগনানের নিজস্ব ফুল বলেই মনে করেন। জবার চাষে লভ্যাংশ কম হলেও খুব বেশি খরচের প্রয়োজন হয় না। কিন্তু ইদানিং মিলিবাগ বা দোয়ে পোকার আক্রমণে ব্যাপক ক্ষতি জবা চাষে।
advertisement
পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়েও সমস্যা সমাধান হচ্ছে না। মিলিবাগ এর আক্রমণ থেকে জবা ক্ষেত রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ কৃষক।
উদ্যান পালন বিভাগের আয়োজনে একটি শিবির অনুষ্ঠিত হয় বাগনানে, আরও উন্নত ফুল চাষের পাশাপাশি জবা চাষ উন্নতি এবং সমস্যার সমাধান বিষয় কৃষকদের বিস্তারিত জানান, ডঃ রাহুল চক্রবর্তী জেলা উদ্যান পালন আধিকারিক।
উদ্যান পালন বিভাগের আধিকারিকদের টোটকায় ভাল ফল মিললে বাগনানে আবারও জবা চাষ ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন অনেকে।