Farmers: দীপাবলির আগে প্রধানমন্ত্রীর 'উপহার'! নয়া দুই প্রকল্পে কৃষকরা কতটা লাভবান হবেন, আয় বাড়বে? বিশেষজ্ঞরা কী বলছেন দেখুন

Last Updated:

Farmers: বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হন চাষিরা। দেশের কৃষিক্ষেত্রকে উজ্জীবিত করতে সম্প্রতি দু'টি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

+
জেলার

জেলার কৃষকদের পাশে হাওড়া কৃষিবিজ্ঞান ভবন

হাওড়া, রাকেশ মাইতিঃ দেশের কৃষিক্ষেত্রকে উজ্জীবিত করতে দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হন চাষিরা। এবার কৃষিকাজে বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি আরও নতুনভাবে পরিকল্পনা হাওড়া জেলায়।
পিএম মোদী বলেছেন, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এবং ডাল উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে এই দুই প্রকল্প দেশের লক্ষ লক্ষ কৃষকের ভাগ্যে ইতিবাচক বদল আনবে। তিনি বলেন, এই প্রকল্পগুলির ফলে স্বনির্ভরতা, গ্রামীণ এলাকায় কৃষকদের ক্ষমতায়ন এবং কৃষি উদ্ভাবনের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে। সম্প্রতি নয়াদিল্লিতে দেশের কৃষিক্ষেত্রের বিকাশে ৪২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী দেশের কৃষি ব্যবস্থায় দ্রুত উন্নয়ন এবং সংস্কার সাধনের দ্রুত প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।
advertisement
আরও পড়ুনঃ বড়মা, চাতরবুড়ি, ষষ্ঠী..! একই রাজপরিবারে একসঙ্গে ১৩টি কালীপুজো! কিন্তু কেন? এড়োয়ালি গ্রামের পুজোর পরতে পরতে জড়িয়ে ইতিহাস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা’ এবং ‘ডাল উৎপাদনে স্বনির্ভরতা মিশন’ চালু করেছেন। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা অধিকরণের সহ অধিকর্তা ডাঃ অমিতাভ ব্যানার্জী জানান, এগুলির লক্ষ্য হল কৃষি উৎপাদন বৃদ্ধি, শস্যের বৈচিত্র্য আনা এবং কৃষকদের ক্ষমতায়ন করা। প্রকল্পগুলির লক্ষ্য উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আধুনিক কৃষিপদ্ধতি ব্যবহার করা। পাশাপাশি ডালের মতো শস্যের উৎপাদন বাড়িয়ে সেগুলিতে স্বনির্ভরতা অর্জন করা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
‘প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা’র জন্য ২৪০০০ কোটি টাকা এবং ‘ডাল উৎপাদনে স্বনির্ভরতা মিশন’-এর জন্য ১১,৪৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে গ্রামীণ এলাকায় কৃষকদের প্রশিক্ষণ ও উন্নত সুবিধা প্রদানের মাধ্যমে তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদী হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র তথা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ডাঃ কিরণময় বাড়ুই। নির্বাচিত জেলাগুলিতে কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেবে, যা ডাল উৎপাদন এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করবে বলে জানান কৃষি বিশেষজ্ঞ ডঃ কৌশিক নাগ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farmers: দীপাবলির আগে প্রধানমন্ত্রীর 'উপহার'! নয়া দুই প্রকল্পে কৃষকরা কতটা লাভবান হবেন, আয় বাড়বে? বিশেষজ্ঞরা কী বলছেন দেখুন
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement