পুকুরের জলে জ্বলছে দাউ দাউ করে আগুন! কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা, আতঙ্কিত হয়ে পরেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার হঠাৎই ভাতার থানার কালুত্তক গ্রামের একটি পুকুরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন গ্রামবাসীরা। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো গ্রাম, আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় দমকলে।ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশও।
advertisement
আরও পড়ুনঃ সাদা, হলুদ বা কালো; হেলমেটের রঙই একজন ব্যক্তির পরিচয় প্রকাশ করে, প্রতিটি রঙের নেপথ্য কারণ জেনে নিন
গ্রামবাসী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘কিন্তু পুকুরে হঠাৎ করে আগুন জ্বলে উঠলো কেন?’ স্থানীয় মানুষদের অনুমান, প্রায় তিন মাস আগে পুকুরটিতে একটি তেলের ট্যাঙ্কার উল্টে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎই পুকুরে থাকা পানায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো পুকুরে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তবে আগুন লাগার সঠিক কারণ কী? তা বুঝতে পারছে না গ্রামবাসীরাও।
ভাতার ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে সঞ্জিত চৌধুরী বলেন, ‘ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।’ তবে এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে এলাকায়।