New Business Ideas: কালীপুজোয় ফুলের চাহিদা বাড়ছে! জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
New Business Ideas: কালীপুজোর আগেই জবা চাষে সুদিন! পোকার আক্রমণ থেকে ফুল বাঁচাতে কী জানালেন উদ্যান পালন আধিকারিক?
বাগনান, রাকেশ মাইতি: এবার জবা চাষ আরও লাভের! গ্রামীন হাওড়ার বিভিন্ন অঞ্চলে ধান পাট ও নানা ধরনের সবজি চাষ হলেও বাগনানের কাঁটাবেড়িয়া ওরফুলি হেলেদীপ সহ বিভিন্ন গ্রাম ফুল চাষের জন্য বিখ্যাত। এখানকার কৃষকেরা ফুল চাষেই লাভের মুখ দেখেন। এই সমস্ত এলাকায় জুঁই গাঁদা দোপাটি গোলাপের সঙ্গে প্রচুর জবা ফুলের চাষ হয়। বছরে কয়েকটা মাস জবা ফুলের ভাল চাহিদা হয়, সবথেকে বেশি চাহিদা বারে দীপান্বিতা কালীপুজোয়।
কিন্তু গত কয়েক বছরে মিলিবাগ বা দোয়ে পোকার আক্রমণে উজাড় হচ্ছে বিঘার পর বিঘা জবার ক্ষেত। তাতেই সমস্যা বেড়েছে কৃষকদের, ফলে অনেকেই জবা ফুলের চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন।
আরও পড়ুন: কালীপুজোর আগে হেব্বি ডিম্যান্ড! হু হু করে বিকোচ্ছে মাটির প্রদীপ, কোনটার কেমন দাম, কোনগুলি ট্রেন্ডে আছে দেখুন
বর্তমান সময়ে লাভজনক বিভিন্ন ফুলের চাষ হচ্ছে বাগনানের কৃষি জমিতে। ফুল চাষে সূচনা লগ্ন থেকে জবা চাষ হচ্ছে এখানে। বিভিন্ন রকম ফুল চাষের হলেও অধিকাংশ কৃষকের চাষের জমিতে জবা বাগান দেখা যায়। স্থানীয় কৃষকরা জবা গাঁদা জুঁই এলাকা অর্থাৎ বাগনানের নিজস্ব ফুল বলেই মনে করেন। জবার চাষে লভ্যাংশ কম হলেও খুব বেশি খরচের প্রয়োজন হয় না। কিন্তু ইদানিং মিলিবাগ বা দোয়ে পোকার আক্রমণে ব্যাপক ক্ষতি জবা চাষে।
advertisement
advertisement
পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়েও সমস্যা সমাধান হচ্ছে না। মিলিবাগ এর আক্রমণ থেকে জবা ক্ষেত রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ কৃষক।
আরও পড়ুন: দীপাবলির আগে প্রধানমন্ত্রীর ‘উপহার’! নয়া দুই প্রকল্পে কৃষকরা কতটা লাভবান হবেন, আয় বাড়বে? বিশেষজ্ঞরা কী বলছেন দেখুন
উদ্যান পালন বিভাগের আয়োজনে একটি শিবির অনুষ্ঠিত হয় বাগনানে, আরও উন্নত ফুল চাষের পাশাপাশি জবা চাষ উন্নতি এবং সমস্যার সমাধান বিষয় কৃষকদের বিস্তারিত জানান, ডঃ রাহুল চক্রবর্তী জেলা উদ্যান পালন আধিকারিক।
advertisement
উদ্যান পালন বিভাগের আধিকারিকদের টোটকায় ভাল ফল মিললে বাগনানে আবারও জবা চাষ ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন অনেকে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
October 14, 2025 8:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: কালীপুজোয় ফুলের চাহিদা বাড়ছে! জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা