New Business Ideas: কালীপুজোয় ফুলের চাহিদা বাড়ছে! জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা

Last Updated:

New Business Ideas: কালীপুজোর আগেই জবা চাষে সুদিন! পোকার আক্রমণ থেকে ফুল বাঁচাতে কী জানালেন উদ্যান পালন আধিকারিক?

+
এবার

এবার চিন্তামুক্ত জবা চাষ বাগনানের চাষীদের

বাগনান, রাকেশ মাইতি: এবার জবা চাষ আরও লাভের! গ্রামীন হাওড়ার বিভিন্ন অঞ্চলে ধান পাট ও নানা ধরনের সবজি চাষ হলেও বাগনানের কাঁটাবেড়িয়া ওরফুলি হেলেদীপ সহ বিভিন্ন গ্রাম ফুল চাষের জন্য বিখ্যাত। এখানকার কৃষকেরা ফুল চাষেই লাভের মুখ দেখেন। এই সমস্ত এলাকায় জুঁই গাঁদা দোপাটি গোলাপের সঙ্গে প্রচুর জবা ফুলের চাষ হয়। বছরে কয়েকটা মাস জবা ফুলের ভাল চাহিদা হয়, সবথেকে বেশি চাহিদা বারে দীপান্বিতা কালীপুজোয়।
কিন্তু গত কয়েক বছরে মিলিবাগ বা দোয়ে পোকার আক্রমণে উজাড় হচ্ছে বিঘার পর বিঘা জবার ক্ষেত। তাতেই সমস্যা বেড়েছে কৃষকদের, ফলে অনেকেই জবা ফুলের চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন।
আরও পড়ুন: কালীপুজোর আগে হেব্বি ডিম্যান্ড! হু হু করে বিকোচ্ছে মাটির প্রদীপ, কোনটার কেমন দাম, কোনগুলি ট্রেন্ডে আছে দেখুন
বর্তমান সময়ে লাভজনক বিভিন্ন ফুলের চাষ হচ্ছে বাগনানের কৃষি জমিতে। ফুল চাষে সূচনা লগ্ন থেকে জবা চাষ হচ্ছে এখানে। বিভিন্ন রকম ফুল চাষের হলেও অধিকাংশ কৃষকের চাষের জমিতে জবা বাগান দেখা যায়। স্থানীয় কৃষকরা জবা গাঁদা জুঁই এলাকা অর্থাৎ বাগনানের নিজস্ব ফুল বলেই মনে করেন। জবার চাষে লভ্যাংশ কম হলেও খুব বেশি খরচের প্রয়োজন হয় না। কিন্তু ইদানিং মিলিবাগ বা দোয়ে পোকার আক্রমণে ব্যাপক ক্ষতি জবা চাষে।
advertisement
advertisement
পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়েও সমস্যা সমাধান হচ্ছে না। মিলিবাগ এর আক্রমণ থেকে জবা ক্ষেত রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ কৃষক।
আরও পড়ুন: দীপাবলির আগে প্রধানমন্ত্রীর ‘উপহার’! নয়া দুই প্রকল্পে কৃষকরা কতটা লাভবান হবেন, আয় বাড়বে? বিশেষজ্ঞরা কী বলছেন দেখুন
উদ্যান পালন বিভাগের আয়োজনে একটি শিবির অনুষ্ঠিত হয় বাগনানে, আরও উন্নত ফুল চাষের পাশাপাশি জবা চাষ উন্নতি এবং সমস্যার সমাধান বিষয় কৃষকদের বিস্তারিত জানান, ডঃ রাহুল চক্রবর্তী জেলা উদ্যান পালন আধিকারিক।
advertisement
উদ্যান পালন বিভাগের আধিকারিকদের টোটকায় ভাল ফল মিললে বাগনানে আবারও জবা চাষ ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: কালীপুজোয় ফুলের চাহিদা বাড়ছে! জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement