দুর্গাপুরে ছাত্রীকে গণ নির্যাতনের ঘটনায় বিরাট মোড়! গ্রেফতার পড়ুয়ার বন্ধু, ঘটনায় কী ভূমিকা ছিল?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে নির্যাতনের ঘটনা। মালদহের কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ আলিকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার পরিবারের তরফে বাবা যে অভিযোগ করেছিল, সেখানে এই সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করল পুলিশ।
দুর্গাপুর, অভিজিৎ চন্দ, অর্পণ মণ্ডল: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে নির্যাতনের ঘটনা। মালদহের কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ আলিকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার পরিবারের তরফে বাবা যে অভিযোগ করেছিল, সেখানে এই সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করল পুলিশ।
ঘটনার পর থেকেই বন্ধুকে আটক করা হয়েছিল, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রথম থেকেই নির্যাতিতার এই বন্ধুর ভূমিকা নিয়ে সন্দেহ ছিল পুলিশের। পরে মঙ্গলবার নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট। সূত্রের খবর, প্রথম দিন যে অভিযোগ পত্র মেয়েটি জমা দিয়েছিল. তাতে এই সহপাঠীর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। মঙ্গলবার গোপন জবানবন্দীর সময় বেশ কিছু অভিযোগ তোলেন নির্যাতিতা। তার এবং তার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল নির্যাতিতার বন্ধু।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি! দুই ট্রাকের ধাক্কায় দু’দিক থেকে পিষে গেল বাস, আহত অনেকে
advertisement
প্রসঙ্গত, আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী আজ এক সাংবাদিক বৈঠকে দুর্গাপুরের মেডিক্যাল পড়ুয়া নির্যাতনকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং নির্যাতিতার বন্ধুর পোশাকও বাজেয়াপ্ত করা হয়েছে। ভিক্টিমের বয়ান অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে একজন ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে, তবে বাকিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কমিশনার বলেন, “বন্ধুর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। তাঁকেও টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাই তাঁর জামা-কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে।”
advertisement
পাশাপাশি জানা যায়, উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোন। বাকি প্রত্যেক অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান সিপি। তিনি আরও জানান, ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২), ৩০৮(২) এবং ৩১৮(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। ভিক্টিমের গোপন জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। কমিশনার বলেন, “আমরা ভিক্টিমের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। প্রশাসন তাঁদের পাশে আছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 8:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরে ছাত্রীকে গণ নির্যাতনের ঘটনায় বিরাট মোড়! গ্রেফতার পড়ুয়ার বন্ধু, ঘটনায় কী ভূমিকা ছিল?