Bus Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি! দুই ট্রাকের ধাক্কায় দু'দিক থেকে পিষে গেল বাস, আহত অনেকে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bus Accident news: ভয়াবহ দুর্ঘাটনার কবলে পড়ল তিন-তিনটি চলন্ত গাড়ি। হলদিয়ায় জাতীয় সড়কে দুর্ঘটনা এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
ভয়াবহ দুর্ঘাটনার কবলে পড়ল তিন-তিনটি চলন্ত গাড়ি। হলদিয়ায় জাতীয় সড়কে দুর্ঘটনা এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। একটি বাস এবং দুটি ট্রাক দুর্ঘটনার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় চালক-সহ আহত হয়েছেন মোট ৫ জন। (ঘটনার ছবি)
advertisement
সূত্রের খবর, একই লেনে থাকা মেছেদাগামী তিন তিনটি চলন্ত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। কী ভাবে ঘটল দুর্ঘটনা? জানা গিয়েছে রাস্তার মাঝে আচমকা কুকুর চলে আসায় হঠাৎ করেই একটি বড় কনটেনার গাড়ি ব্রেক মারে। (ঘটনার ছবি)
advertisement
সেই গাড়ির পিছনেই ছিল বাস। কন্টেনার ব্রেক মারার সঙ্গে সঙ্গে বাসটি কনটেনারের পেছনে ধাক্কা মারে। আবার সেই সময়ই বাসের পেছনে ছিল মাল বোঝাই একটি ডাম্পার। চলন্ত ডাম্পারটি বাসের পেছনে ধাক্কা মারে।
advertisement
ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানা এলাকার ঘটনা। দুর্ঘটনায় আহত হয়েছে মোট পাঁচজন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement