Physiotherapist Jobs: দেশে ফিজিওথেরাপিস্টের চাহিদা এখন তুঙ্গে, কোথায় পড়াশোনা করা যায়? কী নিয়ে পড়তে হয়? চাকরির সুযোগ কেমন জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Physiotherapist Jobs: কী ভাবে বেছে নেওয়া যায় ফিজিওথেরাপিস্টের পেশা, রইল তারই সন্ধান। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী? বিশদে জেনে পড়াশোনা শুরু করুন...
advertisement
advertisement
advertisement
দেশে এত দিন পর্যন্ত কোনও আবশ্যিক প্রবেশিকা পরীক্ষা না দিয়েও ফিজিয়োথেরাপি নিয়ে উচ্চশিক্ষা করা যেত। তবে এই নিয়মে বদল ঘটতে চলছে বলে সম্প্রতি ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেল্থকেয়ার প্রফেশনাস (এনসিএইচএপি)-র নির্দেশিকায় জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতকে স্তরে ফিজিয়োথেরাপি নিয়ে পড়তে হলেও দিতে হবে ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট আন্ডারগ্র্যাজুয়েশন (নিট ইউজি)।
advertisement
প্রবেশিকায় উত্তীর্ণেরা দেশের নানা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ইন ফিজিয়োথেরাপি (বিপিটি) কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে তাঁদের নিট-এ প্রাপ্ত স্কোরকে। নয়া নিয়ম অনুযায়ী, বিপিটি কোর্সটি চার বছরের। পূর্ণ সময়ের এই কোর্স শেষ করার পর পড়ুয়াদের কোনও প্রতিষ্ঠানে ছ’মাসের ইন্টার্নশিপও করতে হবে। স্নাতকে বিপিটি ছাড়াও নানা প্রতিষ্ঠানের তরফে ব্যাচেলর অফ সায়েন্স বা বিএসসি ইন ফিজিয়োথেরাপি করানো হয়। স্বল্প মেয়াদের কোর্সের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ফিজিয়োথেরাপি বা সার্টিফিকেট কোর্স।
advertisement
advertisement
কোর্স শেষে পড়ুয়ারা গবেষণার যেমন সুযোগ পান, তেমনি রয়েছে চাকরির সুযোগ। দেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক থেকে শুরু করে কর্পোরেট সংস্থায় হেল্থকেয়ার প্রফেশনাল হিসাবে কাজের সুযোগ পান ফিজিয়োথেরাপিস্টরা। তেমনি ফুটবল বা ক্রিকেট টিমেও খেলোয়াড়দের জন্য ফিজিয়োথেরাপিস্ট হিসাবে কাজের সুযোগ থাকে। এ ছাড়া ব্যক্তিগত ভাবেও প্র্যাকটিস করতে পারেন ফিজিয়োথেরাপিস্টরা।
advertisement








