North 24 Parganas News: বসিরহাটে মহিলাদের আয়ের নয়া দিশা দেখাচ্ছে পঞ্চায়েত! কাজ পেয়ে খুশি মহিলারাও, আসল কারনামা লুকিয়ে গাদা গাদা বর্জ্য়ে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: পরিবেশ রক্ষা, কর্মসংস্থান ও কৃষি উন্নয়ন—এই তিনের মেলবন্ধনে বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীর।
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: পরিবেশ রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে দারুণ উদ্যোগ নিল বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত। গ্রামের ঘরে ঘরে জমে থাকা বর্জ্যকে আর ফেলে না দিয়ে, তা থেকেই তৈরি হচ্ছে জৈব সার। এই উদ্যোগে একদিকে যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকছে, তেমনই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এলাকার বহু মহিলা।
প্রতিদিন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছেন গৃহস্থালির বর্জ্য পদার্থ। সেই বর্জ্য আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গড়ে ওঠা কঠিন বর্জ্য পদার্থ নিরাপদ নিষ্কাশন কেন্দ্রে। সেখানে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে বর্জ্য প্রক্রিয়াকরণ করে তৈরি করা হচ্ছে মানসম্মত জৈব সার।
advertisement
advertisement
এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্থানীয় মহিলারা। বর্জ্য বাছাই, প্রক্রিয়াকরণ থেকে শুরু করে সার তৈরির প্রতিটি ধাপে যুক্ত রয়েছেন তাঁরা। ফলে স্বনির্ভরতার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়ছে গ্রামজুড়ে। তৈরি হওয়া এই জৈব সার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার খামারি ও কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। রাসায়নিক সারের পরিবর্তে এই জৈব সার ব্যবহারে চাষিরা পাচ্ছেন ভাল ফলন। পাশাপাশি মাটির উর্বরতাও বজায় থাকছে বলে জানাচ্ছেন কৃষকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা অনেকটাই কমেছে, তেমনই গ্রামীণ অর্থনীতিতে নতুন দিশা দেখাচ্ছে এই প্রকল্প। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। পরিবেশ রক্ষা, কর্মসংস্থান ও কৃষি উন্নয়ন—এই তিনের মেলবন্ধনে বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 17, 2025 2:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বসিরহাটে মহিলাদের আয়ের নয়া দিশা দেখাচ্ছে পঞ্চায়েত! কাজ পেয়ে খুশি মহিলারাও, আসল কারনামা লুকিয়ে গাদা গাদা বর্জ্য়ে









