Bankura News: বিশ্বমানের শিক্ষার স্বপ্ন পূরণে মার্কিন সফর! সুযোগ পাওয়া ভারতের ৩ শিক্ষিকার অন্যতম বাঁকুড়ার জয়িতা, পুরো গল্প জানলে কুর্নিশ জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: তিনি ঘুরে দেখেন আমেরিকার একটি গ্রামীণ স্কুল ও একটি শহুরে স্কুল—দুটির শিক্ষাব্যবস্থার তুলনামূলক অভিজ্ঞতা সংগ্রহ করেন। পাশাপাশি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া–তে সম্পন্ন করেন তাঁর বিশেষ এডুকেটার কোর্স।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়েই বিশ্বমানের শিক্ষার স্বপ্ন দেখছেন এক শিক্ষিকা। সেই স্বপ্নের পথে বাস্তব অভিজ্ঞতার পুঁজি নিয়ে সদ্য আমেরিকা ঘুরে ফিরলেন বাঁকুড়ার শিক্ষিকা জয়িতা ব্যানার্জি। জানলে অবাক হবেন, গোটা ভারতবর্ষ থেকে মাত্র তিনজন শিক্ষিকা এই আন্তর্জাতিক সুযোগ পেয়েছিলেন—তাঁদেরই একজন জয়িতা। তিনি অংশ নিয়েছিলেন বিশ্বখ্যাত Fulbright Distinguished Awards in Teaching Program for International Teachers–এ, যা শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচি।
চার মাসের একটি সেমিস্টারের জন্য তিনি পাড়ি দেন মার্কিন মুলুকে। এই সময়ে তিনি ঘুরে দেখেন আমেরিকার একটি গ্রামীণ স্কুল ও একটি শহুরে স্কুল—দুটির শিক্ষাব্যবস্থার তুলনামূলক অভিজ্ঞতা সংগ্রহ করেন। পাশাপাশি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া–তে সম্পন্ন করেন তাঁর বিশেষ এডুকেটার কোর্স। বিশ্বের নানা দেশের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মত ও সংস্কৃতির আদান-প্রদানও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
advertisement
advertisement
এই আন্তর্জাতিক অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবেই জয়িতা ব্যানার্জি তৈরি করেছেন একটি অভিনব ‘ডুয়েল টুল কিট’। তাঁর বিশ্বাস, এই টুলকিট বাঁকুড়া তথা বাংলার গ্রামীণ বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের রিডিং বা পড়ার সমস্যার সমাধানে বড় ভূমিকা নিতে পারে। কারণ পড়াশোনার ভিত্তি স্তরই হল রিডিং—পড়তে না পারলে শেখার গতি থমকে যায়। সেই বাস্তবতাকে মাথায় রেখেই এই উদ্যোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশেষ বিষয় হল, গ্রামীণ স্কুলগুলির কথা ভেবে এই টুলকিটে প্রযুক্তির ব্যবহার রাখা হয়েছে ন্যূনতম। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাঠ্যবই ব্যবহার করেই তৈরি হয়েছে এই এডুকেশন টুল। আগামী দিনে পাঠ্যপুস্তককেই শ্রেণীকক্ষের অ্যাসেসমেন্ট ও ইন্টারভেনশন টুলে রূপান্তর করার লক্ষ্য নিয়েছেন তিনি। নিজের বিদ্যালয় নিকুঞ্জপুর হাই স্কুলে প্রথমে এই টুলকিট পাইলট করতে চান জয়িতা ব্যানার্জি। সাফল্য মিললে তা রাজ্য এবং ভবিষ্যতে জাতীয় স্তরেও পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। বাঁকুড়ার এক শিক্ষিকার হাত ধরেই যদি পড়ার জড়তা কাটিয়ে এগিয়ে যায় গ্রামের স্কুল—তবে সেটাই হবে এই আন্তর্জাতিক যাত্রার সবচেয়ে বড় সাফল্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
December 17, 2025 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বিশ্বমানের শিক্ষার স্বপ্ন পূরণে মার্কিন সফর! সুযোগ পাওয়া ভারতের ৩ শিক্ষিকার অন্যতম বাঁকুড়ার জয়িতা, পুরো গল্প জানলে কুর্নিশ জানাবেন








