Special Bihari Tea: বিহারি পোড়া দুধ চায়ের স্বাদ এখন পুরুলিয়ার রঘুনাথপুরে, ওঙ্কার সাউয়ের হাতে স্পেশাল চা খেয়ে যান

Last Updated:

আজ রঘুনাথপুর শহরের বুকে এই বিহারি স্পেশাল চা এক বিশেষ স্বাদ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে, যেখানে এক কাপ গরম চায়ের সঙ্গে মিশে আছে পরিশ্রম, আন্তরিকতা ও পাঁচ বছরের ভালোবাসার গল্প।

+
বিহারের

বিহারের স্পেশাল চা

পুরুলিয়া: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে এখন বিহারের স্পেশাল চা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় পাঁচ বছর আগে রঘুনাথপুর বাসস্ট্যান্ডের পাশে একটি ছোট ঠেলাগাড়ি নিয়ে এই বিশেষ চা বিক্রি করা শুরু করেন বিহারের বাসিন্দা ওঙ্কার সাউ। তার হাতে তৈরি অনন্য স্বাদের এই চা আজ স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের যাত্রীদের কাছেও সমানভাবে প্রিয় হয়ে উঠেছে।
ওঙ্কার সাউ ও তাঁর ছেলে রিতেশ সাউ প্রায় পাঁচ বছর আগে রঘুনাথপুর বাসস্ট্যান্ডের পাশে তাঁদের এই ছোট্ট চা দোকানটি চালু করেন। চা পাতা, চিনি, এলাচ এবং পড়া দুধের নিখুঁত মিশ্রণে তৈরি এই বিশেষ চা খুব অল্প সময়েই রঘুনাথপুরের মানুষজনদের মন জয় করে নেয়। ধীরে ধীরে বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের মাঝেও ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা।
advertisement
advertisement
বর্তমানে এই দোকানের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিন এক হাজারেরও বেশি কাপ চা বিক্রি হয় এখানে। মাটির ভাঁড়ে পরিবেশন করা এই পড়া দুধের চায়ের দাম প্রতি কাপ মাত্র ১০ টাকা। ওঙ্কার সাউ বলেন, “আমরা প্রতিদিন সকালে তাজা দুধ পুড়িয়ে এই চা তৈরি করি। আমাদের উদ্দেশ শুধু চা বিক্রি করা নয়, মানুষের মুখে বিহারের স্পেশাল চায়ের স্বাদকে নিয়ে আসা।
advertisement
আজ রঘুনাথপুর শহরের বুকে এই বিহারি স্পেশাল চা এক বিশেষ স্বাদ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে, যেখানে এক কাপ গরম চায়ের সঙ্গে মিশে আছে পরিশ্রম, আন্তরিকতা ও পাঁচ বছরের ভালবাসার গল্প।
শান্তনু দাস
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Special Bihari Tea: বিহারি পোড়া দুধ চায়ের স্বাদ এখন পুরুলিয়ার রঘুনাথপুরে, ওঙ্কার সাউয়ের হাতে স্পেশাল চা খেয়ে যান
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement