TRENDING:

Howrah News: কালী পুজোর বিসর্জনে শান্তির বার্তা! এমন দৃশ্য জেলার মানুষের কাছেও অচেনা

Last Updated:

প্রতিমা ভাসানে অন্য ছবি হাওড়ায়। ডিজে, শব্দবাজির বদলে শান্তির বার্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: প্রতিমা ভাসানে অন্য ছবি হাওড়ায়। প্রতিমা ভাসানে শান্তির বার্তা। কামান দাগা সহ যুদ্ধের নানা সরঞ্জাম, সশস্ত্র বাহিনী। ভাব ভঙ্গিমায় যুদ্ধের দৃশ্য প্রদর্শিত হল। প্রতিমা ভাসানে এমন প্রদর্শন যা মানুষের হৃদয় স্পর্শ করেছে। বর্তমানে জাঁকজমক প্রতিমা ভাসান মানে ডিজে বক্স ও আলোর খেলা। তবে হাওড়া ২ নং সুলতানপুর ভারত মাতা সংঘের ভাসানে অন্য ছবি। অভিনব এই ভাসান সারা ফেলেছে জেলা জুড়ে।
advertisement

এবার ভারত মাতা সঙ্গে ৩১ তম বর্ষ। সচেতন মূলক বার্তা দিয়েই প্রতিমা ভাসানের শোভাযাত্রা। এদিন সন্ধা থেকে স্থানীয় মানুষের মধ্যে এই ভাসান কেন্দ্র করে দারুণউৎসাহ ছিল। প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে শোভাযাত্রা করে গঙ্গা ঘাটে প্রতিমা ভাসান। রাস্তার অলিগলি মোর মাথায় অপেক্ষায় দর্শক। রীতি অনুযায়ী বিকেলে প্রতিমাকে মিষ্টি মুখ করেন স্থানীয় মহিলারা। এক দিকে মিষ্টি মুখ বরণের অনুষ্ঠান, অন্য দিকে ভাসান যাত্রার প্রস্তুতি। বরণ মিষ্টিমুখ শেষে প্রতিমা নিয়ে যাওয়া হয় ট্রাকে। তারই সঙ্গে একাধিক ট্রাকে নানা বিষয়কে সামনে রেখে ট্যাবলো।

advertisement

আরও পড়ুন:মন্দিরের ভিত খুঁড়তে গিয়ে বেরিয়ে এল শিবলিঙ্গ! ৫০০ বছর ধরে জেগে বাবা কালিঞ্জয়

এই ভাসান যাত্রার বার্তা হল,যুদ্ধ নয় শান্তি চাই। এ পৃথিবী জুড়ে শান্তি ফিরে আসুক, খুনো খুনি রক্ত ঝরানোর পালা বন্ধ হোক। এতে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ দারুণ ভাবে আনন্দিত। যুদ্ধ নিরীহ সাধারণ মানুষ এবং অবলা প্রাণীরা কতটা অসহায় হয়ে পরে নিরুপায় হয়ে প্রাণ হারায়। সেই সঙ্গে নির্দোষ সাধারণ মানুষ প্রাণ হারায় যুদ্ধে। সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এখানে। এর পাশাপাশি G20 সম্মেলনের আদলে মডেল সাজান,নাটকীয় ভাবে যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে। ভাসানে এ যেন অন্য অভিজ্ঞতা মানুষের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: কালী পুজোর বিসর্জনে শান্তির বার্তা! এমন দৃশ্য জেলার মানুষের কাছেও অচেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল