Viral Video-Lord Shiva: মন্দিরের ভিত খুঁড়তে গিয়ে বেরিয়ে এল শিবলিঙ্গ! ৫০০ বছর ধরে জেগে বাবা কালিঞ্জয়
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Viral Video-Lord Shiva: এই মন্দিরে যা ঘটল জানলে অবাক হবেন! বাবার দয়ায় সব স্বপ্ন সত্যি হয়! জানুন কী করতে হবে
হাওড়া: মন্দির স্থাপনে ভীত খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল বাবা কালিঞ্জয়কে। গ্রামের মানুষের কথায় জানা যায়, সে প্রায় চার থেকে পাঁচশো বছর আগের ঘটনা। সে সময় হাওড়ার বিরামপুর সহ আরও ১০-১২টা গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি শিব মন্দির স্থাপন করতে মনস্থির করেছিল। সেই মতোই মন্দির তৈরির জন্য ভীত গড়তে মাটি খোঁড়ার কাজ শুরু করে গ্রামের মানুষ। স্থানীয়দের কথায়, কিছুটা মাটি খোঁড়া হলেই হঠাৎ নরম মাটির মধ্যে একটি কোদালে ঠেকে কঠিন বস্তু। তাতে নানা কৌতুহল দেখা দেয়।
গ্রামের অনেকেই ভাবে নিশ্চিত এ কোনও মূল্যবান ধাতু আবার কেউ ভাবে অমূল্য কোন সম্পদ। তবে ধীরে ধীরে সম্পূর্ণ কঠিন বস্তুটি মাটি থেকে তুললে বোঝা যায় আসলে একটি পাথরের শিবলিঙ্গ। তবে কোথা থেকে কীভাবে পাথরের এই শিবলিঙ্গ এল তা জানাতে পারিনি গ্রামের মানুষ। তবে ভগবানের উপর বিশ্বাস রেখে সেই নতুন নির্মিত মন্দিরে মাটি খুঁড়ে পাওয়া মূর্তিকেই প্রতিষ্ঠা করে গ্রামবাসী। তারপর সেই মূর্তি আস্তিক মানুষের ভরসা হয়ে ওঠে। গ্রামের মানুষ জানায় সেই চার-পাঁচ শতাব্দী বছর আগের ভরসা এবং বিশ্বাস আজও রয়েছে মানুষের মনে। এই বর্তমান সময়েও পুঙ্খানুপুঙ্খ ভাবে নিয়ম মেনে বাবা কালিঞ্জয়ের পুজো আরাধনা হয়। প্রতি বছর নীল ষষ্ঠী ও গাজন। এই বিশেষ দিনগুলিতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে।
advertisement
advertisement
স্থানীয় মানুষের কথায় জানা যায়, গাজন উৎসবে প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ সন্ন্যাসী হয়ে আরাধনা করে। বিরামপুর ও পার্শ্ববর্তী আরও ১০-১২ টি গ্রামের মানুষ ভক্তি ভরে পুজো দেওয়া শুরু করেন। এমনও শোনা যায় বাবা কালিঞ্জয়ের কৃপা করলে নাকি, অসাধ্য কাজ সাধ্য হয়। আবার এও শোনা যায় ভক্তি ভরে ডাকলে মানুষেরই মনস্কামানাও নাকি পূর্ণ। এই বর্তমান বিজ্ঞানের সময়েও বাবা কালিঞ্জয়ের প্রতি আস্থা বিশ্বাস রয়েছে গ্রামে। গ্রামের মানুষ এই শিবের আরাধনায় মেতে ওঠে। সারা বছর জেলার বিভিন্ন প্রান্ত থাকে ভক্ত আসেন। ভক্তদের কথায় জানা জানা যায়, বাবা কালিঞ্জয়ের কৃপায় সবকিছু সম্ভব ভক্তি ভরে ডাকলে বিপদমুক্ত হয় বলেও বিশ্বাস তাদের।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 6:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video-Lord Shiva: মন্দিরের ভিত খুঁড়তে গিয়ে বেরিয়ে এল শিবলিঙ্গ! ৫০০ বছর ধরে জেগে বাবা কালিঞ্জয়