TRENDING:

Kashmir Pahalgam Attack: 'ভূস্বর্গ ভয়ংকর'! কাশ্মীরের ঘোরার স্বপ্নই কাল হল! প্রাণ হারালেন পুরুলিয়ার মণীশ রঞ্জন মিশ্র!

Last Updated:

Kashmir Pahalgam Attack: ভূস্বর্গ কাশ্মীর বর্তমানে মৃত্যুপুরী। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্র। প্রিয়জন হারানোর শোকে কাতর গোটা পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: ভূস্বর্গ কাশ্মীর বর্তমানে মৃত্যুপুরী। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্র। প্রিয়জন হারানোর শোকে কাতর গোটা পরিবার। জানা গিয়েছে, শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরানো বাঘমুণ্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দরাবাদ কর্মরত ছিলেন তিনি। পরিবারের বড় সন্তান মণীশ। তাঁর বাবা মঙ্গলেশ মিশ্র ঝালদা হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন।
advertisement

আরও পড়ুন: এখনও লুকিয়ে ৪-৬ জঙ্গি! পহেলগাঁওয়ের আশপাশের পাহাড়ে চলছে তল্লাশি অভিযান

ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকে শোকের ছায়া গোটা এলাকায়। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সকলেই ছুটে আসছেন তাদের বাড়িতে। ‌ এ বিষয়ে মণীশ রঞ্জনের ভাই বিনীত রঞ্জন মিশ্র বলেন, ‘মঙ্গলবার বিকেলেই খবরটা তাঁদের কাছে আসে। তাঁর বৌদি তাঁদেরকে জানিয়েছেন পেহেলগাওতে জঙ্গিরা মণীশ বাবুকে গুলি করে মেরে ফেলেছে। তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এই খবর পাওয়ার পর।’

advertisement

এ বিষয়ে মণীশ মিশ্রের বন্ধু আদিত্য শর্মা বলেন, পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিল মণীশ। ‌কাশ্মীর থেকে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল।‌ ঝালদা থেকে তাংর পরিবারের বাকি সদস্যদেরও সেখানে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বাড়ি থেকে বেরোনোর পর মাঝ রাস্তায় পরিবার এই খবর পায়। ‌ তারপরে তাঁরা ফিরে আসেন। এই ঘটনা কখনওই কাম্য নয়।‌ এর যথাযথ বিচার হোক।

advertisement

View More

আরও পড়ুন: গোপনে মহিলার স্নানের ভিডিও ক্যামেরাবন্দি, গ্রেফতার তারাপীঠের দুজন হোটেলকর্মী

প্রতিবেশী সন্তোষ চালক বলেন , ছেলেবেলা থেকে তিনি মণীশকে চেনেন। তার খুবই কাছের ছিল সে। ‌ এই মর্মান্তিক ঘটনায় তিনিও শোকস্তব্দ। এই ঘটনার ন্যায্য বিচার চেয়েছেন তিনি। ‌মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। আচমকাই মুহুর্মুহ গুলি। সেই শব্দে কেঁপে ওঠে এলাকা। এক নিমেষে ভূস্বর্গ মৃত্যপুরীতে পরিণত হয়। বহু পর্যটক এর মধ্যে পুরুলিয়া মণীশ রঞ্জন মিশ্র জঙ্গি হামলায় মারা যান। শোকে কাতর পরিবারের সদস্যরা।‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kashmir Pahalgam Attack: 'ভূস্বর্গ ভয়ংকর'! কাশ্মীরের ঘোরার স্বপ্নই কাল হল! প্রাণ হারালেন পুরুলিয়ার মণীশ রঞ্জন মিশ্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল