TRENDING:

North 24 Parganas News: কপাল বেয়ে ঝরে পড়ছে র*ক্ত! জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে হিরো ট্রাফিকগার্ডের তিনকর্মী

Last Updated:

অশোকনগরে ব্যস্ত রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে হিরো ট্রাফিক হোম গার্ডের তিন কর্মী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অশোকনগরের ব্যস্ত রাস্তায় দায়িত্ব সামলাচ্ছিলেন বারাসাত পুলিশ জেলার অশোকনগর থানার ট্রাফিক হোমগার্ড এর কর্মী সুমিত মণ্ডল, সমাপ্তি ঢালী ও কৌশিক ঘোষ। চৌরঙ্গী মোড় এলাকায় তখন দ্রুত গতিতে ছুটে চলেছে গাড়ি। আর তারই মাঝে পথ চলতি ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধ হঠাৎই শারীরিক অসুস্থতা অনুভব করায় হাঁটতে হাঁটতেই প্রায় ব্যস্ত রাস্তায় পড়ে যাচ্ছিলেন। ফলে মুহূর্তেই ঘটে যেতে পারত প্রাণহানির মত ঘটনা। আর ঠিক তখনই, এমন দৃশ্য দেখে কর্তব্যরত ওই ট্রাফিক কর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েই ঝাঁপিয়ে পড়েন ওই বৃদ্ধকে বাঁচাতে।
বৃদ্ধের প্রাণ বাঁচাল ট্রাফিক হোম গার্ডের কর্মীরা
বৃদ্ধের প্রাণ বাঁচাল ট্রাফিক হোম গার্ডের কর্মীরা
advertisement

এমনই দৃশ্যই দেখল অশোকনগরের চৌরঙ্গী মোড়। যা দেখে ছুটে আসেন আশপাশের দোকানদাররা সহ পথ চলতি মানুষজন। বৃদ্ধ তখন প্রায় অচৈতন্য অবস্থায়, তাকে ধরে নিয়ে এসে বসিয়ে প্রাথমিক সেবা করেন ওই ট্রাফিক কর্মীরাই। মাথা গায়ে হাত পায়ে জল দিয়ে, কিছুটা সময় পর  বিপন্মুক্ত হন ওই বৃদ্ধ। কপাল দিয়ে তখন গড়িয়ে পড়ছে রক্ত, ট্রাফিক কর্মীদের উদ্যোগে স্থানীয় মানুষ জনের সহায়তায় এরপর প্রাথমিক চিকিৎসা করা হয় ওই বৃদ্ধের।

advertisement

তারপর ট্রাফিক কর্মীরাই টোটো করে বাড়ি দিয়ে আসেন অসুস্থ বৃদ্ধকে। এমন মানবিক দৃশ্য দেখে পথ চলতি মানুষজনও তাদের এই ভূমিকা কে কুর্নিশ জানিয়েছে। নিজেদের দায়িত্বে অবিচল থেকেও মানুষের পাশে থাকাই যে প্রশাসনিক দায়বদ্ধতা তা যেন আরও একবার প্রমাণ করল এই ট্রাফিক হোম গার্ডের কর্মীরা সুমিত মন্ডল ও সমাপ্তি ঢালী ও কৌশিক ঘোষেরা। অশোকনগর থানার এই দায়িত্ববান পুলিশ কর্মীদের এ ভাবে বৃদ্ধের প্রাণ বাঁচানোয় বাহবা দিচ্ছে অশোকনগর বাসীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কপাল বেয়ে ঝরে পড়ছে র*ক্ত! জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে হিরো ট্রাফিকগার্ডের তিনকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল