এমনই দৃশ্যই দেখল অশোকনগরের চৌরঙ্গী মোড়। যা দেখে ছুটে আসেন আশপাশের দোকানদাররা সহ পথ চলতি মানুষজন। বৃদ্ধ তখন প্রায় অচৈতন্য অবস্থায়, তাকে ধরে নিয়ে এসে বসিয়ে প্রাথমিক সেবা করেন ওই ট্রাফিক কর্মীরাই। মাথা গায়ে হাত পায়ে জল দিয়ে, কিছুটা সময় পর বিপন্মুক্ত হন ওই বৃদ্ধ। কপাল দিয়ে তখন গড়িয়ে পড়ছে রক্ত, ট্রাফিক কর্মীদের উদ্যোগে স্থানীয় মানুষ জনের সহায়তায় এরপর প্রাথমিক চিকিৎসা করা হয় ওই বৃদ্ধের।
advertisement
তারপর ট্রাফিক কর্মীরাই টোটো করে বাড়ি দিয়ে আসেন অসুস্থ বৃদ্ধকে। এমন মানবিক দৃশ্য দেখে পথ চলতি মানুষজনও তাদের এই ভূমিকা কে কুর্নিশ জানিয়েছে। নিজেদের দায়িত্বে অবিচল থেকেও মানুষের পাশে থাকাই যে প্রশাসনিক দায়বদ্ধতা তা যেন আরও একবার প্রমাণ করল এই ট্রাফিক হোম গার্ডের কর্মীরা সুমিত মন্ডল ও সমাপ্তি ঢালী ও কৌশিক ঘোষেরা। অশোকনগর থানার এই দায়িত্ববান পুলিশ কর্মীদের এ ভাবে বৃদ্ধের প্রাণ বাঁচানোয় বাহবা দিচ্ছে অশোকনগর বাসীরা।
Rudra Narayan Roy






