ভয় পেয়ে প্রথমে জলে, পরে সোজা ক্লাবঘরে! তারপর...সজারুকে নিয়ে হুলুস্থুলু কাণ্ড বর্ধমানে

Last Updated:

গলসির ভাসাপুর এলাকা থেকে উদ্ধার হল একটি পূর্ণ বয়স্ক সজারু। স্থানীয় বাসিন্দারা সজারুটিকে দেখতে পেয়ে বন দফতরে খবর দেয়।

হইচই গ্রাম জুড়ে, উদ্ধার হল সজারু! কোথায় জানেন?
হইচই গ্রাম জুড়ে, উদ্ধার হল সজারু! কোথায় জানেন?
পূর্ব বর্ধমান: গলসির ভাসাপুর এলাকা থেকে উদ্ধার হল একটি পূর্ণ বয়স্ক সজারু। স্থানীয় বাসিন্দারা সজারুটিকে দেখতে পেয়ে বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় সজারুটিকে খাঁচা বন্দি করতে সক্ষম হয়। সজারুটিকে বন দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসার প্রয়োজন আছে কিনা দেখা হবে। তারপর তাকে তার অনুকূল পরিবেশে ছাড়া হবে।
পূর্ব বর্ধমান জেলায় এখন সজারুর দেখা পাওয়া বিরল ব্যাপার। তাই বৃহস্পতিবার সকালে সজারুটিকে দেখতে পাওয়া মাত্র গ্রামজুড়ে হইচই পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সজারুটিকে ধরতে উদ্যোগী হন। তাতে ভয় পেয়ে যায় সজারুটি। সে জলে নেমে পড়ে। তা দেখে জলে নেমে পড়ে বেশ কয়েকজন উৎসাহী যুবক।
advertisement
advertisement
এরপর সজারুটি জল থেকে উঠে ক্লাবঘরে ঢুকে পড়ে। সেখানে তাকে ঝুড়ি চাপা দিয়ে রাখা হয়। আগেই খবর দেওয়া হয়েছিল বন দফতরকে। বন দফতরের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় সজারুটিকে ঝুড়ি বন্দি করে। এরপর খাঁচায় বন্দি করা হয় তাকে। উদ্ধারের পর সজারুটিকে বন দফতরের পানাগড় রেঞ্জে নিয়ে যাওয়া হয়।
বন দফতরের এক আধিকারিক জানান, পূর্ব বর্ধমানের গলসির ভাসাপুর গ্রাম থেকে একটি প্রাপ্ত বয়স্ক সজারু উদ্ধার হয়েছে। সজারুটির ওজন দশ কেজির কাছাকাছি। প্রানীটি লম্বায় ২৫ ইঞ্চি বলে জানা গেছে। গতকাল রাতেই বাগদি পাড়ার সন্নিকট গ্রামের গোরস্থানের কাছে প্রানীটিকে ঘুরতে দেখেন স্থানীয়রা। এরপর এদিন সকালে গ্রামের চৌকপুলের কাছে একটি ঝোপের মধ্যে ফের তাকে দেখতে পান তারা। দেখার পরই গ্রামবাসীদের একাংশ সজারুটিকে ধরার উদ্যোগ নেয়।
advertisement
অবশেষে স্থানীয়রা বিভিন্ন কৌশল সজারুটিকে ধরে পাড়ার ক্লাবের ভিতরে রেখে খবর দেন পুলিশে। পুলিশ বন দফতরকে খবর দিলে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। তারা সজারুটিকে উদ্ধার করে পানাগড় রেঞ্চ হাউসে  নিয়ে যায়। বনসহায়ক সামিম আনসারী জানান প্রানীটির চিকিৎসা করিয়ে তাকে তার বসাবস যোগ্য স্থানে ছাড়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয় পেয়ে প্রথমে জলে, পরে সোজা ক্লাবঘরে! তারপর...সজারুকে নিয়ে হুলুস্থুলু কাণ্ড বর্ধমানে
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement