Crime News: গোপনে মহিলার স্নানের ভিডিও ক্যামেরাবন্দি, গ্রেফতার তারাপীঠের দুজন হোটেলকর্মী
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: গোপনে মহিলার স্নানের ভিডিয়ো ক্যামেরাবন্দি করার অভিযোগে তারাপীঠ থেকে গ্রেফতার দুজন হোটেলকর্মী। তারাপীঠে পুজো দিতে একটি হোটেলে উঠেছিলেন কলকাতা থেকে আসা দুটি পরিবার। কিন্তু সেখানে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন তাঁরা।
অক্ষয় ধীবর, রামপুরহাট: গোপনে মহিলার স্নানের ভিডিও ক্যামেরাবন্দি করার অভিযোগে তারাপীঠ থেকে গ্রেফতার দুজন হোটেলকর্মী। তারাপীঠে পুজো দিতে একটি হোটেলে উঠেছিলেন কলকাতা থেকে আসা দুটি পরিবার। কিন্তু সেখানে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন তাঁরা।
বাথরুমে স্নান করার সময়ে বাথরুমের ভেন্টিলেটর থেকে এক মহিলার ভিডিও তোলার অভিযোগ সেই হোটেলেরই এক কর্মী সুদীপ্ত দাসের বিরুদ্ধে। ঘটনার বিষয়টি জানাজানি হতেই ঘটনার দিনকেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই হোটেল কর্মী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৭ দিনে মডেলদের মতো ‘স্লিম’! রোজ টক দইয়ের সঙ্গে মিশিয়ে খান এই ৩ মশলা! বন্ধুরা জ্বলবে ফিগার দেখে
ঘটনার পর রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই পরিবার ঘটনার তদন্তে নেমে গতকাল তারাপীঠ থেকে ওই হোটেলের ম্যানেজার অভিজিৎ রায় ও আরো এক হোটেলের কর্মী শুভম ব্যানার্জি নামে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহাকুমা আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 8:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: গোপনে মহিলার স্নানের ভিডিও ক্যামেরাবন্দি, গ্রেফতার তারাপীঠের দুজন হোটেলকর্মী

