বিয়ের পর দেশছাড়া অভিনেত্রী, ৭ বছর ধরে কোনও ছবিতে দেখা যায়নি! এবার জমকালো 'কামব্যাক'!

Last Updated:
এই বলিউড অভিনেত্রী এখন লন্ডনে থাকেন এবং দুই সন্তানের মা। আন্দাজ করতে পারেন কে তিনি?
1/8
Virat Kohli, Anushka Sharma
দেখা হয় ২০১৩ সালে, এক টেলিভিশন বিজ্ঞাপনের শুটিংয়ে। সেখান থেকেই শুরু প্রেমের গল্প, যদিও দু’জনেই সম্পর্ক গোপন রেখেছিলেন অনেকদিন। অবশেষে ২০১৭ সালে ইতালিতে একান্ত অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা।
advertisement
2/8
Anushka Sharma and Virat Kohli
এই দম্পতি ২০২১ সালের জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দেন, নাম রাখেন ভামিকা। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের পুত্রসন্তান হয়, নাম আকাশ (Akaay)। সন্তানদের জন্মের পর পরিবারসহ তাঁরা চলে যান লন্ডনে, যেখানে এখন তাঁরা এক শান্ত, আলো-আড়াল জীবন কাটাচ্ছেন — গ্ল্যামারের কোলাহল থেকে অনেক দূরে।
advertisement
3/8
Anushka Sharma and Virat Kohli
অনুষ্কা শর্মাকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে, শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে Zero ছবিতে। এর পর তিনি চাকদা এক্সপ্রেস–এর শুটিং সম্পন্ন করেছিলেন ২০২২ সালে, কিন্তু ছবিটি তখন আর মুক্তি পায়নি। সাত বছরেরও বেশি সময় কেটে গেছে, অনুষ্কাকে বড় পর্দায় দেখা যায়নি।
advertisement
4/8
Anushka Sharma
এই বছরের শুরুর দিকে মাধুরী দীক্ষিতের স্বামী ড. শ্রীরাম নেনে এক সাক্ষাৎকারে বলেন, অনুষ্কার সঙ্গে তাঁর কথোপকথনে অভিনেত্রী জানিয়েছেন—তাঁরা লন্ডনে গিয়েছেন সন্তানদের স্বাভাবিক পরিবেশে বড় করে তোলার জন্য। “তাঁরা চান সন্তানরা সাধারণভাবে বেড়ে উঠুক, আলো-ঝলকানি থেকে দূরে,” বলেন নেনে।
advertisement
5/8
Anushka Sharma, Virat Kohli
তবে এখন মনে হচ্ছে, চাকদা এক্সপ্রেস অবশেষে মুক্তির মুখে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গিয়েছে, নির্মাতারা এখন ছবিটি মুক্তি দিতে আগ্রহী। শনিবার মিড-ডে জানায়, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর, চাকদা এক্সপ্রেস-এর নির্মাতারা নেটফ্লিক্সের শীর্ষ কর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে ছবিটি দ্রুত মুক্তি দেওয়া হয়।
advertisement
6/8
Anushka Sharma, Chakda Xpress
প্রকাশনাটিতে আরও দাবি করা হয়েছে, ছবিটি এতদিন আটকে ছিল কারণ নেটফ্লিক্সের কর্তারা এর চূড়ান্ত ফলাফল পছন্দ করেননি। এক সূত্র জানিয়েছে, “প্রযোজনার খরচ বাজেট ছাড়িয়ে গিয়েছিল। তাছাড়া, প্ল্যাটফর্মের কর্তারা ছবির গঠন নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তবে ছবিটা আসলে বেশ শক্তিশালী।”
advertisement
7/8
Anushka Sharma, Chakda Xpress
চাকদা এক্সপ্রেস ভারতের প্রখ্যাত ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি জীবনীধর্মী ক্রীড়া-নাটক। এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
advertisement
8/8
Jhulan Goswami, Chakda Xpress, Anushka Sharma, Netflix India, Jhulan Goswami biopic, Jhulan Goswami World Cup moment, Indian women’s cricket team, Harmanpreet Kaur, Smriti Mandhana, ICC Women’s World Cup, Chakda Xpress release, Indian cricket victory, women in blue, Bollywood biopic news
অভিনেত্রী অনুষ্কা শর্মা পুরোপুরি আলোচনার বাইরে নন, মাঝে মাঝে প্রকাশ্যে আসেন বা ক্রিকেট মাঠে হাজির হন স্বামী বিরাট কোহলিকে উৎসাহ দিতে। তবে, সত্যিই তিনি অনেকদিন ধরেই বড় পর্দা থেকে দূরে।
advertisement
advertisement
advertisement