বাতিল জিনিসপত্র বিক্রি করেই বিপুল আয় ভারত সরকারের! চন্দ্রযান ৩-এর বাজেটের থেকেও অনেক বেশি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
বাতিল কাগজপত্র বিক্রি করেই বিপুল টাকা আয় হল ভারত সরকারের। টাকার অঙ্ক চন্দ্রযান ৩ -এর বাজেটের থেকেও বেশি। চন্দ্রযান ৩-এর বাজেট ছিল ৬১৫ কোটি টাকা। কিন্তু পুরনো কাগজপত্র বিক্রি করে রোজগার হয়েছে ৮০০ কোটি টাকা।
নয়াদিল্লি: বাতিল কাগজপত্র বিক্রি করেই বিপুল টাকা আয় হল ভারত সরকারের। টাকার অঙ্ক চন্দ্রযান ৩ -এর বাজেটের থেকেও বেশি। চন্দ্রযান ৩-এর বাজেট ছিল ৬১৫ কোটি টাকা। কিন্তু পুরনো কাগজপত্র বিক্রি করে রোজগার হয়েছে ৮০০ কোটি টাকা।
চলতি বছর ২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানে ২৯ লাখ ফাইল বাতিল করা হয়েছিল। ১১.৫৮ লাখ অফিস এই অভিযানের আওতায় ছিল। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে, কেন্দ্র পাঁচটি সফল বিশেষ অভিযান চালিয়েছে। এর জেরে বাতিল এবং গুরুত্বহীন কাগজপত্র সরকারি কার্যালয় থেকে সরানোর কাজ চলছে।
advertisement
advertisement
এই পাঁচটি প্রচারাভিযানের মাধ্যমে ২৩.৬২ লাখ অফিসকে ‘স্বচ্ছতা’ প্রচারাভিযানের আওতায় আনা হয়েছে ৯২৮.৮৪ লাখ বর্গফুট স্থান খালি করা হয়েছে, ১৬৬.৯৫ লাখ ফাইল সরিয়ে ফেলা বা বাতিল করা হয়েছে। এসব বিক্রি থেকে ৪,০৯৭.২৪ কোটি টাকা আয় হয়েছে।
advertisement
এই বছর, বিভিন্ন মন্ত্রকের পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কাগজপত্র বাতিল করতে অভিযান চালিয়েছেন। এর জেরেই এই বিপুল পরিমাণে অর্থ এল সরকারি কোষাগারে। এই বিপুল পরিমাণে টাকা দিয়ে চন্দ্রযান ৩ অভিযানের পুরো খরচই হয়ে যায়। কাগজপত্র বেচে ভারতের শুধু আয় নয়, স্বচ্ছ ভারত অভিযানেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 3:43 PM IST

