বীরভূমের মধ্যে যে পাঁচটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা মন্দির। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের পর প্রতিদিন কঙ্কালীতলা সতীপীঠে বহু ভক্ত পুজো দিতে আসেন,তবে নদীর জলবৃদ্ধির কারণে মন্দিরে প্রায় এক হাঁটু পর্যন্ত জল জমে গেছে,ফলে মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন সকলেই। এর ফলে সমস্ত পুজো- অর্চনা এবং ধর্মীয় কার্যক্রম করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক না হলে মন্দিরের দৈনন্দিন কার্যক্রমে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে। বন্ধ হয়ে যেতে পারে মন্দিরের পুজো।
advertisement
আরও পড়ুন: মায়ের কোলে DNA! নারী নির্যাতনের বিরুদ্ধে প্যান্ডেলেই প্রতিবাদ, শিলিগুড়িতে অভিনব ভাবনা
স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে,তবে নদীর অবিরাম জলবৃদ্ধি এবং বৃষ্টির কারণে তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না। ভক্তদের নিরাপত্তা এবং মন্দিরের রক্ষার্থে প্রশাসন সতর্ক রয়েছে, তবে পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
আরও পড়ুন: দিনেদুপুরে বাইকবাহিনীর তাণ্ডব,ছিনিয়ে নিয়ে পালাল গলার চেন, আতঙ্কে শিলিগুড়ি
অনেকেই দূর-দূরান্ত থেকে আসা সত্ত্বেও পুজো দেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। মন্দিরের আশেপাশের দোকানপাট এবং স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন, কারণ জলমগ্ন অবস্থার কারণে ব্যবসা বন্ধ হতে চলেছে। এই জলবৃদ্ধির সমস্যা দীর্ঘস্থায়ী হলে মন্দির চত্বরের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে সমস্যা আরও বৃদ্ধি পাবে।





