Siliguri News : দিনেদুপুরে বাইকবাহিনীর তাণ্ডব,ছিনিয়ে নিয়ে পালাল গলার চেন, আতঙ্কে শিলিগুড়ি
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দুই যুবক বাইকে চেপে এসে সামনে দাঁড়াল। এক মুহূর্তে গলার চেন ছিনিয়ে নিল — একটুও কথা নয়, কোনও হুমকি নয় — কেবল শিকারের মত ছিনিয়ে নেওয়া
শিলিগুড়ি : ফাঁসিদেওয়া জ্যোতিনগর — দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। গ্রামের ছোট পাথর-বিছানো রাস্তা দিয়ে হাঁটছিলেন এক মহিলা — হাতে তাজা ফুলের গুচ্ছ। হয়তো উঠোনে ঠাকুরঘরে সাজাবেন, হয়তো কারও গলায় পরাবেন। কে জানে! কিন্তু তাঁর জানা ছিল না, সেই পাঁকা রাস্তার ধারে গাছের আড়ালেই লুকিয়ে আছে বিপদ! কিছুই টের পাননি তিনি — না বাইকের গতি, না দুষ্কৃতীদের চোখরাঙানি। আচমকা এক ঝটকায় সব শেষ! দুই যুবক বাইকে চেপে এসে সামনে দাঁড়াল। এক মুহূর্তে গলার চেন ছিনিয়ে নিল — একটুও কথা নয়, কোনও হুমকি নয় — কেবল শিকারের মত ছিনিয়ে নেওয়া।
চোখের পলকে পালিয়ে গেল বাইকটা। কাঁচের চেনের মতোই ভেঙে গেল গ্রামের মানুষের নিরাপত্তার আস্থা। কাঁপতে কাঁপতে দৌড়ে বাড়ি ফিরলেন মহিলা। ঘরে ঢুকেই পরিবারের হাতে ছেড়ে দিলেন ফুলের গুচ্ছ — আর সঙ্গে ভয় আর কান্না। মুহূর্তেই ভিড় জমল প্রতিবেশী-আত্মীয়রা। কে দেখেছে? কীভাবে হল? প্রশ্নের উত্তর খুঁজতে সবার দৃষ্টি গেল গ্রামের এক বাড়ির গেটের উপরে টাঙানো সিসি ক্যামেরার দিকে। ফুটেজ ঘুরল — বারবার। সেই একই দৃশ্য — বাইক, দু’জন যুবক, থামা, ছিনতাই, পলায়ন! এক মিনিটও নয় — পুরোটা হয়তো ১০ সেকেন্ড। এতেই রোজকার গলিপথ যেন অজানা অন্ধকারে ঢেকে গেল।
advertisement
এরপর আর দেরি নয়। স্থানীয়রা লিখিত অভিযোগ জমা দিলেন ফাঁসিদেওয়া থানায়। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে। বাইকের নম্বর খুঁজে বার করার চেষ্টা চলছে। পাশের দোকান, পানের গুমটি — যেখানে যেখানে ক্যামেরা আছে, সব ঘেঁটে দেখা হচ্ছে। ‘দিবালোকে এভাবে ছিনতাই!’ — ক্ষোভে ফুটছে স্থানীয়রা। এলাকার এক বৃদ্ধা বললেন, ” দুপুরবেলায় যদি এরকম হয়, তাহলে সন্ধের পর কী হবে? ছেলে-মেয়েরা তো একা বার হতেই পারে না!’’ এলাকার যুবকেরা বলছে, ” পুলিশ যদি কড়া ব্যবস্থা না নেয়, তাহলে এরা আরও বেপরোয়া হবে। বাইকবাহিনীর তাণ্ডব থামাতেই হবে!’’
advertisement
advertisement
এখন সন্ধ্যা নামলেই বাড়ির দরজা বন্ধ। অজানা বাইকের শব্দেই বুক দুলছে। সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে ঠিকই — কিন্তু সঙ্গে ছিনতাই হয়েছে ভরসারও এক টুকরো। এই গল্প এখানেই শেষ নয় — পুলিশ বলছে, শীঘ্রই ধরা পড়বে অভিযুক্তরা।
ঋত্বিক ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 11, 2025 7:20 PM IST









