Durga Puja 2025: মায়ের কোলে DNA! নারী নির্যাতনের বিরুদ্ধে প্যান্ডেলেই প্রতিবাদ, শিলিগুড়িতে অভিনব ভাবনা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja 2025: শিলিগুড়ি শহরের পুজোমণ্ডপে এবার শুধু আলো আর শোভা নয়, থাকছে এক অন্যরকম বার্তা। ৭৪ বছরে পা দিল শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি পাঠাগার ক্লাব। আর এই দীর্ঘ যাত্রার সাক্ষী হতে এবার তারা হাজির হচ্ছে এক অভিনব থিম নিয়ে — “ভক্তির DNA”।
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের পুজোমণ্ডপে এবার শুধু আলো আর শোভা নয়, থাকছে এক অন্যরকম বার্তা। ৭৪ বছরে পা দিল শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি পাঠাগার ক্লাব। আর এই দীর্ঘ যাত্রার সাক্ষী হতে এবার তারা হাজির হচ্ছে এক অভিনব থিম ‘ভক্তির DNA’। খুঁটিপুজো শেষ। প্রস্তুতি জোরকদমে। শহরের স্থানীয় শিল্পীদের হাতে গড়ে উঠছে মণ্ডপ আর প্রতিমা। তবে এ বছর প্যান্ডেল আর প্রতিমার রূপে লুকিয়ে আছে এক গভীর বার্তা, মা আর সন্তানের DNA-র মতো অদৃশ্য বন্ধন আর সেই বন্ধনের শক্তি।
পুজো কমিটির সম্পাদক কৌশিক দত্ত জানিয়েছেন, “মা আর সন্তানের মধ্যে যে ভক্তি, সেই টানই তো সবকিছুর শুরু। আজ যখন চারপাশে নারী নির্যাতনের খবর শোনা যায়, তখন আমাদের থিম সেই অদৃশ্য ভক্তির DNA-ই মনে করিয়ে দেবে, যে নারী আসলে মায়ের রূপেই শক্তি আর স্নেহের রূপ।” এবারের প্রতিমায় থাকছে মাতৃত্বের ছোঁয়া। একদিকে মা দুর্গার যুদ্ধজয়ী রূপ, অন্যদিকে সন্তানকে আঁকড়ে ধরা এক মায়ের কোমলতা। মণ্ডপের শয্যা আর অলঙ্করণেও থাকছে সেই বার্তার ছাপ।
advertisement
আরও পড়ুনঃ পোকা মেশানো চিঁড়ে, নোংরা পরিবেশে থাকা! ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক বাঙালিদের কী অবস্থা হয়েছিল? চোখে জল আসবে
উদ্যোক্তাদের আশা, দর্শনার্থীরা শুধু মণ্ডপে ছবি তুলেই ফিরবেন না — ফিরে যাবেন এক নতুন বার্তা নিয়ে। ৭৪ বছরের শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব বহু বছর ধরেই শহরবাসীর কাছে বিশেষ। কখনও লোকশিল্প, কখনও সামাজিক বার্তা — থিমে নতুনত্ব তাদের পুজোর বড় পরিচয়। এ বছরও ব্যতিক্রম নয়। সমাজকে সচেতন করার চেষ্টায় প্যান্ডেলই যেন কথা বলবে। শেষমেষ পুজো উদ্যোক্তাদের স্বপ্ন, “মায়ের কোলে ভক্তির DNA থাকুক অটুট, সমাজে না থাকুক আর কোনও অমানবিকতা।” শিলিগুড়ি এবারও তাই দেখতে চলেছে আলো আর ভক্তির মধ্যে এক অন্যরকম স্পর্শ, শক্তিগড়ের মাতৃত্বের DNA।
advertisement
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 11, 2025 7:29 PM IST







