Migrant Worker: পোকা মেশানো চিঁড়ে, নোংরা পরিবেশে থাকা! ওড়িশায় 'বাংলাদেশি' সন্দেহে আটক বাঙালিদের কী অবস্থা হয়েছিল? চোখে জল আসবে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Migrant Worker: পরিযায়ী শ্রমিকদের দাবি, তাঁদের অপরাধ তাঁরা কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে, আর পরিচয়ে ‘বাঙালি’! এই ঘটনার জেরে গ্রামে নেমে আসে শোকের ছায়া। কেউ স্বামী, কেউ বা ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না প্রশাসনিক জটিলতায়।
বর্ধমান: প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় বাংলাদেশি সন্দেহে ধৃত বর্ধমানের পরিযায়ী শ্রমিকেরা। ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে গত ৮ জুলাই আটক হয় পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ১৬ শ্রমিককে। বাংলা ভাষায় কথা বলা নিয়ে ‘বাংলাদেশি’ সন্দেহে প্রশ্ন তোলা হয় তাদের বিরুদ্ধে। ওড়িশার বিজয়নগর ও ঝাড়সুগুড়া থানার পুলিশ আটক করে। কেতুগ্রামের চর সুজাপুর গ্রামের ১৬ জন পরিযায়ী শ্রমিক আটকেছিল। অভিযোগ ওঠে এঁরা নাকি বাংলাদেশি! বিগত কয়েকদিন ধরে আটকে রাখা হয়েছিল।
পরিযায়ী শ্রমিকদের দাবি, তাঁদের অপরাধ তাঁরা কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে, আর পরিচয়ে ‘বাঙালি’! এই ঘটনার জেরে গ্রামে নেমে আসে শোকের ছায়া। কেউ স্বামী, কেউ বা ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না প্রশাসনিক জটিলতায়। পুলিশের হাতে আটক থাকা ইব্রাহিম শেখের স্ত্রী তারিফুন্নেসা বিবি জানান, “খুবই চিন্তায় আছি। প্রশাসনের কাছে আবেদন সবাই যেন সুস্থ ভাবে বাড়ি ফিরতে পারে সবাই। বাংলা কথা বলার জন্য এরকম হবে কখনও ভাবিনি।”
advertisement
আরও পড়ুনঃ বর্ষায় বেশি নষ্ট হয়! কত তাপমাত্রায় চালানো উচিত বাড়ির ফ্রিজ? এই ‘এক’ কাজে থাকবে ‘পারফেক্ট’, কমবে বিদ্যুতের বিলও
একই পরিস্থিতি নরিসা খাতুন বিবির। তাঁর ছেলে নুরশেদ শেখ ১৭ বছর ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন ওড়িশায়। তিনিও পুলিশের হাতে আটক হন। এ প্রসঙ্গে নরিসা বিবি বলেন, আমার ছেলে তো চোর ডাকাত নয়, খেটে খায়। তাহলে তাকে এইভাবে অপমান করা হল কেন? এই শ্রমিকদের অনেকেই দীর্ঘদিন ধরে ওড়িশায় রাজমিস্ত্রি, ভাঙাচোরা বিক্রি-সহ অন্যান্য কাজ করছেন। কারও বয়স ৫০ ছাড়িয়েছে, কেউ ২৫ বছর ধরে একই কাজ করছেন। কিন্তু তাঁদের জন্মের শংসাপত্র না থাকায় পুলিশ তাঁদের পরিচয় মানতে চায়নি। মৌগ্রাম অঞ্চলের প্রধান, কাটোয়া এবং কেতুগ্রামের বিধায়ক-সহ প্রশাসনকেও বিষয়টি জানান হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলকাতার কাছেই অপরূপ ‘এই’ ফার্মস্টে! ছবির চেয়েও বেশি সুন্দর, সঙ্গীকে নিয়ে ছুটি কাটুক নিভৃতে, রইল ঠিকানা
পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি ওড়িশার ঝারসুগুড়ার জেলাশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। ধৃত ১৬ জনের পরিচয় সমেত বিস্তারিত তথ্য পাঠান হয়। ঝারসুগুড়ার জেলা শাসক সেই সমস্ত তথ্য যাচাই করেন। এরপর ১১ জুলাই ধৃতদের ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, বর্তমানে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চর সুজাপুর গ্রামের প্রায় ২৫০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন, যাঁরা ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে কাজ করতে যান।
advertisement
ওড়িশার ঝাড়সুগুদা, জগৎসিংহপুর, জাজপুর, কেন্দ্রপাড়া, কোরাপুট, ভদ্রক জেলার একাধিক জায়গায় অস্থায়ী ভাবে তৈরি হয়েছে ‘ডিটেনশন ক্যাম্প।’ জগৎসিংহপুর জেলার ১৫টি থানার মধ্যে ১২টিতে চলছে অস্থায়ী শিবির। কোথাও তিন দিন, আবার কোথাও তিন সপ্তাহ আটকে রাখা হয় বাংলার পরিযায়ী শ্রমিকদের।
বন্দিদশায় কেমন ছিলেন? প্রায় দশ দিন বন্দি থাকার পর অনেকেই জানিয়েছেন, সকালের খাবারে চিঁড়ে আর গুড় দেওয়া হত। অর্ধেক চিঁড়েতে পোকা ভর্তি থাকত। দু’বেলা ডাল-ভাত আর আলু সেদ্ধ দেওয়া হত। তবে সে খাবারও সকলে পেতেন না। ডিটেনশন ক্যাম্পের মেঝেয় কাপড় বিছিয়ে শুতে হত। আতঙ্ক ও ভয়ে দু’চোখের পাতা এক হত না।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 6:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Worker: পোকা মেশানো চিঁড়ে, নোংরা পরিবেশে থাকা! ওড়িশায় 'বাংলাদেশি' সন্দেহে আটক বাঙালিদের কী অবস্থা হয়েছিল? চোখে জল আসবে