Weekend Trip: কলকাতার কাছেই অপরূপ 'এই' ফার্মস্টে! ছবির চেয়েও বেশি সুন্দর, সঙ্গীকে নিয়ে ছুটি কাটুক নিভৃতে, রইল ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Weekend Trip: টাটকা দেশি খাবার, পাখির ডাক, আর খোলা প্রকৃতির মাঝে একটুকরো গ্রামবাংলা উপহার দিচ্ছে এই জায়গা। এখানে প্রবেশের জন্য আলাদা কোনও টিকিট লাগবে না। মাত্র ১০০ টাকার একটি ফুড কুপন কিনলেই আপনি ঢুকতে পারবেন এবং সেই কুপনের মূল্য অনুযায়ী খাবারও পাবেন।
*বর্ষা মানেই সবুজে মোড়া প্রকৃতি, আকাশে মেঘের খেলা আর হালকা ঠান্ডা হাওয়া। এই মন ভাল করা পরিবেশে যদি আপনি শহরের কোলাহল থেকে একটু দূরে, গ্রামবাংলার ঘ্রাণে ভেজা কোথাও ছুটি কাটাতে চান তবে আপনার গন্তব্য হতে পারে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি-পালিতপুর এলাকার এক অনন্য ফার্ম হাউস। প্রতিবেদনঃ বনোয়ারিলাল চৌধূরী।
advertisement
*কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে বর্ধমান শহরের কাছেই এই গ্রাম্য আবহে তৈরি ফার্ম হাউসটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। প্রাকৃতিক শোভায় ভরা এই জায়গাটি বর্ষার দিনে যেন আরও মোহময়। এখানে পাবেন দেশি খাসি-মুরগি, পুকুরে মাছ ধরার সুযোগ, নৌকাবিহার, এমনকি নৌকাতেই বিশেষ দিনের উদযাপন, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা।
advertisement
advertisement
advertisement
advertisement