Nadia News: শান্তিপুরের প্রাণকেন্দ্রে মারাত্মক কাণ্ড! পাশাপাশি দু'টি দোকান ফাঁকা করে দিল চোরের দল, সোনা-রুপো-নগদ নিয়ে চম্পট
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Nadia News: সোনার দোকানের শাটার ও কলাপসিবল গেটে ভেঙে ৪০০ গ্রাম সোনা, দেড় কেজি রুপো, এক লক্ষ নগদ সহ পাশের হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে ৭৫ হাজার টাকা চুরি করেছে চোরের দল।
শান্তিপুর, নদিয়া, রঞ্জিত সরকারঃ শীতের রাতে শান্তিপুরে দুঃসাহসিক চুরি। পাশাপাশি দু’টি দোকানে হানা দিল চোরের দল। সোনার দোকানের শাটার ও কলাপসিবল গেটে ভেঙে ৪০০ গ্রাম সোনা, দেড় কেজি রুপো, প্রায় এক লক্ষ নগদ সহ পাশের হোমিওপ্যাথিক ওষুধের দোকানে শাটার ভেঙে ভিতরে থাকা ড্রয়ার থেকে ৭৫ হাজার টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য। শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র শান্তিপুর রেলবাজার সংলগ্ন দেবনাথ সুপার মার্কেটে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, শুক্রবার রাতে সকল দোকানদার নিজেদের দোকান রাত দশটার মধ্যে বন্ধ করে বাড়ি চলে যান। এরপরেই হানা দেয় চোরের দল। চুরির ঘটনার সময় সিসি ক্যামেরায় দেখা যায়, রাত আনুমানিক ২টো-আড়াইটে নাগাদ মার্কেটের ভিতর তাণ্ডব চালাচ্ছেন একজন ব্যক্তি। সব সিসি ক্যামেরা ভেঙে পরপর দু’টি দোকানে চুরি করে পালিয়ে যায় চোরের দল।
advertisement
আরও পড়ুনঃ ঐতিহাসিক জঙ্গলের অনিশ্চিত বর্তমান! অবহেলা-আইনি জটে বিলুপ্তির পথে সাপ নিকলা ফরেস্ট, পর্যটকদের প্রিয় স্পট আজ ধ্বংসস্তূপ
মার্কেটে ঢুকতেই প্রথমে একটি সোনার দোকানের কলাপসিবল গেট এবং শাটার ভেঙে ৪০০ গ্রাম সোনা, দেড় কেজি রুপো সহ আনুমানিক প্রায় ১ লক্ষ টাকা নগদ অর্থ এবং দোকানে থাকা সিসি ক্যামেরার ডিভাইস চুরি করে নেয় চোরের দল। এরপর পাশে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে থাকা প্রায় ৭৫ হাজার টাকা নগদ এবং সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে পালায় চোরের দল।
advertisement
advertisement
শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার কথা জানতে পেরে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। আশেপাশের সিসি ক্যামেরা সহ বিভিন্ন জায়গার সিসিটিভি খতিয়ে দেখে চোরের দলকে খোঁজা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 10, 2026 3:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শান্তিপুরের প্রাণকেন্দ্রে মারাত্মক কাণ্ড! পাশাপাশি দু'টি দোকান ফাঁকা করে দিল চোরের দল, সোনা-রুপো-নগদ নিয়ে চম্পট








