পুলিশ জানিয়েছে, গত ৮ তারিখ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল। তারকেশ্বরের চাপাডাঙা এলাকার একটি চায়ের দোকান ও একজন ট্রাক ড্রাইভারকে পিস্তল দেখিয়ে বেশ কয়েক হাজার টাকা ছিনতাই করেছিল তিনজন দুষ্কৃতী। এই ঘটনায় শুক্রবার তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই অভিযান চালায় তারকেশ্বর থানার পুলিশ।
advertisement
গতকাল রাতে তারকেশ্বরের আস্তারা চড়কতলা এলাকায় অভিযান চালিয়ে সেভেন এমএম পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ সহ অতনু মাইতি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, এই প্রথম নয়, এর আগেও একাধিক চুরি, ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ধৃত অতনু।
তারকেশ্বর থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া অতনু তারকেশ্বরেরই বাসিন্দা। তাঁর বাড়ি নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকায়। আজ তাঁকে পুলিশি হেফাজতে চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনার তদন্তে আগামীদিনে কী উঠে আসে সেটাই দেখার।
