দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির। এটি একটি ভারতের নামকরা ও বিখ্যাত মন্দির। এই মন্দির দেখতে প্রায় প্রত্যেকদিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হাজার হাজার ভক্ত ছুটে আসেন। কিন্তু কষ্ট করে আপনাকে আর এত দূরে যেতে হবে না। তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে শ্যামা পুজোর মণ্ডপ। যা দেখলেই আপনার মন, প্রায় জুড়িয়ে যাবে।
advertisement
বার্নপুর বিবেকানন্দ ক্লাবের পুজো উদ্যোক্তা রানা দাস বলেন, আমাদের বার্নপুর হাসপাতাল রোডের এই পুজো সকলের মধ্যে একটা নজির সৃষ্টি হয়েছে। এবারও তার অন্যথা হবে না। বিগত বছরগুলির মত এ বছরে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। আমাদের এই পুজোর মণ্ডপটা সকলের ভাল লাগবে। বার্নপুর হাসপাতাল রোডে রয়েছে বিবেকানন্দ ক্লাব। এই ক্লাবটি বার্নপুরের মধ্যে পুরনো ও প্রসিদ্ধ ক্লাব। এবারে এই ক্লাব ৭৮ তম বর্ষে পদার্পন করল। প্রত্যেক বছরই তারা নিত্য নতুন থিমের ভাবনায় ফুটিয়ে তুলে পুজোর মণ্ডপ। এবারও তারা ভেবেছে একটু অন্যরকম ভাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ৮ লক্ষ টাকা বাজেটে দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরের আদলে শ্যামা পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে এখানে। দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে তাদের এই কাজ। উদ্বোধন হবে ১৯ তারিখে। স্থানীয় সুদক্ষ কারিগর নিয়ে সমগ্র মণ্ডপটি কাঠ, বাঁশ, বাটামের বিভিন্ন কাজ করে নকশা তৈরি করা হচ্ছে। থাকছে ফোমের ওপরে বিভিন্ন কারুকার্য। যা একরকম অপরূপ করে তুলবে এই মণ্ডপকে। এখানে গেলে আপনি পৌঁছে যাবেন দক্ষিণ ভারতে।