CCTV Damage : বিপর্যয় ঘাম ছুটিয়ে দিচ্ছে পুলিশের, ডায়মন্ড হারবারে নজরদারি চালাতে হিমশিম খেতে হচ্ছে! হাজার হাজার টাকার ধাক্কা

Last Updated:

CCTV Damage : বৃষ্টি সহ প্রাকৃতিক বিপর্যয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বিকল একাধিক সিসিটিভি। প্রায় ৩০০ মত সিসিটিভিতে জল পড়ে নষ্ট হয়ে গিয়েছে। সিসি ক্যামেরার সুইচ পুড়ে গিয়েছে। 

সিসিটিভি 
সিসিটিভি 
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বৃষ্টি সহ প্রাকৃতিক বিপর্যয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বিকল একাধিক সিসিটিভি। প্রায় ৩০০ মত সিসিটিভিতে জল পড়ে নষ্ট হয়ে গিয়েছে। বজ্রপাতের জেরে বিভিন্ন থানা এলাকায় বসানো সিসি ক্যামেরার সুইচ পুড়ে গিয়েছে। অনেক সিসি ক্যামেরা আর কাজ করছে না। ফলে কোথাও কোনও ঘটনা ঘটলে তার ফুটেজ পেতে কালঘাম ছুটছে পুলিশের। এ নিয়ে অসুবিধা হচ্ছে বিস্তর।
পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, সিসি ক্যামেরার এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সাড়ে চার বছর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি ল্যাডের টাকায় বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা সহ ডায়মন্ডহারবার পুলিশ জেলার অধিকাংশ থানা এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছিল। পাশাপাশি রাজ্য পুলিশের তরফেও কিছু জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়। সব মিলিয়ে সেই সংখ্যা কয়েক হাজার হবে।
advertisement
advertisement
এইসব ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ বহু তদন্তের কিনারা করেছে সূচারুভাবে।  কিন্তু বৃষ্টির জল ঢোকার ফলেই সমস্যা সৃষ্টি হয়েছে‌। কোথাও কোথাও আবার জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দফতর কাজ করার সময় সেগুলি নষ্ট হয়েছে। পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক বলেন, এছাড়াও বজ্রপাতের ফলে অনেক জায়গায় সুইচ পুড়ে গিয়েছে। এখন সব মিলিয়ে ৫০০টি সিসি ক্যামেরা কাজ করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারমধ্যে ৮৪ টি মেরামত করে লাগানো হয়েছে মহেশতলায়। পুজালিতে মাত্র ১২টি ক্যামেরা চলছে। রবীন্দ্রনগর ও কালীতলা আশুতি থানা এলাকায় কোনও সিসি ক্যামেরা এখন নেই। ওই শীর্ষ আধিকারিক বলেন, বাজ পড়ে সুইচ পুড়ে গেলে তা তাড়াহুড়ো করে মেরামত করা যায় না। একেকটি সুইচের দাম চার হাজার টাকা ।ইতিমধ্যেই ৪০টি সুইচ বাজ পড়ে নষ্ট হয়েছে। ফলে দ্রুত সেগুলি সারানোর পরিকল্পনা চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CCTV Damage : বিপর্যয় ঘাম ছুটিয়ে দিচ্ছে পুলিশের, ডায়মন্ড হারবারে নজরদারি চালাতে হিমশিম খেতে হচ্ছে! হাজার হাজার টাকার ধাক্কা
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement