Missing Person Return : বিরিয়ানির দোকান আর ভাইরাল ভিডিও ফিরিয়ে দিল ভাগ্য! ১২ বছর আগে হারিয়ে যাওয়া প্রিয়জনের খোঁজ পেল পরিবার

Last Updated:

Missing Person Return : বিরিয়ানির দোকানে খাবার নিতে আসা ওই যুবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি চোখে পড়তেই পরিবারের এক আত্মীয় তাঁকে চিনে ফেলেন।

+
পরিবারের

পরিবারের সঙ্গে যুবক

বাদুড়িয়া, জুলফিকার মোল্যা: বসিরহাটের ভাইরাল ভিডিওর দৌলতে ১২ বছর পর বাঁকুড়ার ছেলেকে ফিরে পেল পরিবার। অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী রইল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। একটি ভাইরাল ভিডিওই বদলে দিল এক পরিবারের ভাগ্য। ১২ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যাওয়া এক যুবককে অবশেষে ফিরে পেল তাঁর পরিবার।
বাঁকুড়ার আল্লারাখা খাঁ নামের যুবক প্রায় বারো বছর আগে দিদির বাড়ি যাওয়ার পথে ভুল করে অন্য এক বাসে উঠে পড়েন। তারপর রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে তিনি পৌঁছে যান বাদুড়িয়ার সরফরাজপুর এলাকায়। সেখানে তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘুরে বেড়াতেন ও বিভিন্ন জায়গায় থাকতেন।
advertisement
advertisement
কয়েকদিন আগে বাদুড়িয়ায় এক ধর্মীয় অনুষ্ঠানের সময় স্থানীয় একটি বিরিয়ানির দোকানে অসহায় মানুষদের হাতে খাবার ও উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছিল। সেই মুহূর্তে খাবার নিতে আসা ওই যুবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি চোখে পড়তেই বাঁকুড়ার আল্লারাখার পরিবারের এক আত্মীয় তাঁকে চিনে ফেলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তারপর দ্রুত যোগাযোগ করা হয় ভিডিওর সূত্রে দেওয়া নম্বরে। বাদুড়িয়ার মানুষের সহযোগিতায় আল্লারাখার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়। অবশেষে দীর্ঘ ১২ বছর পর পরিবারের সদস্যরা বাদুড়িয়ায় এসে আল্লারাখাকে নিজেদের ঘরে ফিরিয়ে নিয়ে যান। দীর্ঘ এক যুগ পর প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগে ভাসছে পুরো পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Missing Person Return : বিরিয়ানির দোকান আর ভাইরাল ভিডিও ফিরিয়ে দিল ভাগ্য! ১২ বছর আগে হারিয়ে যাওয়া প্রিয়জনের খোঁজ পেল পরিবার
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement