TRENDING:

Durga Puja 2024 : সোনারপুরে পুজোর থিমে বড় চমক! জয়পুরের মিউজিয়ামের আদলে মণ্ডপ!

Last Updated:

৭৮ তম বর্ষে এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের পুজোর অ্যালবার্ট মিউজিয়ামের আদলে তাদের মন্ডপসজ্জা বানাচ্ছেন 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : অপেক্ষার অবসান প্রায় শেষ হতে চলেছে দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান। উমা আসছে সপরিবারে বাপের বাড়িতে।দুর্গাপূজো মনে থিমের চমক। চোখ ধাঁধানো একের পর থিমের পুজোগুলির কথা মাথায় এলে কলকাতা কথা মনে পড়ে।পুজোয় কলকাতাকে টেক্কা দিতে কোমর নেমেছে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন পুজা মন্ডপ গুলি। কলকাতা লাগোয়া এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ। প্রতিবছরের মত এবারও থিমের অভিনবত্ব এনে কলকাতাকে টেক্কা দিতে তৈরি হচ্ছেন এলাচি সংয দুর্গাপুজোর উদ্যোক্তা
advertisement

আরও পড়ুন: ঠিক পুজোর কার্নিভালের দিন! ভিড় সামলাতে উদ্যোক্তা ও প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে

কলকাতা শহর লাগোয়া সোনারপুর অঞ্চলের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম রামচন্দ্রপুর মিলন সংঘ ৷ বারুইপুর থেকে সার্দান বাইপাস ধরে কলকাতা যাওয়ার পথে এলাচি মোড়ের এই পুজো মন্ডপ দেখতে প্রতিবছর ভিড় জমান বহু দর্শনার্থী ৷ প্রতিবছরই তাদের মন্ডপসজ্জায় নতুনত্ব থাকে ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷

advertisement

আরও পড়ুন: পুজোর আগে সন্তানহারা পরিবার… সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে পড়ে গেল ছোট্ট ছেলে!

৭৮ তম বর্ষে এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের পুজোর অ্যালবার্ট মিউজিয়ামের আদলে তাদের মন্ডপসজ্জা বানাচ্ছেন ৷ ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম প্রিয় জায়গা রাজস্থানের জয়পুর ৷ আপামর ভারতাবাসী তো বটেই বিশ্বের বহু ভ্রমনার্থীও প্রতিবছর জয়পুর দর্শনে আসেন ৷ জয়পুর ভ্রমণের অন্যতম দ্রষ্টব্য হল এই অ্যালবার্ট মিউজিয়াম ৷ মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে প্লাই, ফোম, থার্মোকল যেমন রয়েছে তেমনই বাংলার শিল্পিদের নিঁখুত হাতের কাজ আপনাদের চোখ টানবেই ৷ মন্ডপের অন্দরসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার নানান রুপ ৷

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024 : সোনারপুরে পুজোর থিমে বড় চমক! জয়পুরের মিউজিয়ামের আদলে মণ্ডপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল