আরও পড়ুন: ঠিক পুজোর কার্নিভালের দিন! ভিড় সামলাতে উদ্যোক্তা ও প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে
কলকাতা শহর লাগোয়া সোনারপুর অঞ্চলের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম রামচন্দ্রপুর মিলন সংঘ ৷ বারুইপুর থেকে সার্দান বাইপাস ধরে কলকাতা যাওয়ার পথে এলাচি মোড়ের এই পুজো মন্ডপ দেখতে প্রতিবছর ভিড় জমান বহু দর্শনার্থী ৷ প্রতিবছরই তাদের মন্ডপসজ্জায় নতুনত্ব থাকে ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷
advertisement
আরও পড়ুন: পুজোর আগে সন্তানহারা পরিবার… সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে পড়ে গেল ছোট্ট ছেলে!
৭৮ তম বর্ষে এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের পুজোর অ্যালবার্ট মিউজিয়ামের আদলে তাদের মন্ডপসজ্জা বানাচ্ছেন ৷ ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম প্রিয় জায়গা রাজস্থানের জয়পুর ৷ আপামর ভারতাবাসী তো বটেই বিশ্বের বহু ভ্রমনার্থীও প্রতিবছর জয়পুর দর্শনে আসেন ৷ জয়পুর ভ্রমণের অন্যতম দ্রষ্টব্য হল এই অ্যালবার্ট মিউজিয়াম ৷ মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে প্লাই, ফোম, থার্মোকল যেমন রয়েছে তেমনই বাংলার শিল্পিদের নিঁখুত হাতের কাজ আপনাদের চোখ টানবেই ৷ মন্ডপের অন্দরসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার নানান রুপ ৷
সুমন সাহা