পুরস্কার দেওয়ার নাম করে নাবালিকার সঙ্গে 'অসভ্যতা'! দোষী সাব্যস্ত ব্যক্তির সাজা ঘোষণা করল আদালত

Last Updated:

Minor Girl Harassment: জানা গিয়েছে, নাবালিকাকে পুরস্কার দেওয়ার নাম করে গ্রীন রুমে নিয়ে যান ওই ব্যক্তি। সেখানে তাঁকে কুরুচিকর প্রস্তাব দেওয়ার পাশাপাশি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ

সাজা ঘোষণা করল কৃষ্ণনগর পকসো আদালত। প্রতীকী ছবি
সাজা ঘোষণা করল কৃষ্ণনগর পকসো আদালত। প্রতীকী ছবি
নদিয়া, সমীর রুদ্রঃ নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে ঘটনাটি ঘটেছিল। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলার পর সাক্ষী, প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। এদিন তাঁকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে দেবগ্রামের সম্প্রীতি উৎসবে যোগব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এক নাবালিকা। অভিযোগ, প্রতিযোগিতা শেষ হওয়ার পর দুলাল হালদার নামে এক ব্যক্তি ওই নাবালিকাকে মেলা কমিটির কর্মকর্তা বলে পরিচয় দেন। এরপর নাবালিকাকে পুরস্কার দেওয়ার নাম করে গ্রীন রুমে নিয়ে যান। সেখানে তাঁকে কুরুচিকর প্রস্তাব দেওয়ার পাশাপাশি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ জলে ভাসমান দুর্গাপুজো প্যান্ডেল! জেলার ‘এই’ পুজোয় বিরাট চমক, দেখতে যাবেন তো?
এরপর ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুলাল হালদারকে গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলেছে। সাক্ষী, প্রমাণের ভিত্তিতে শেষমেষ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন কৃষ্ণনগর পকসো আদালতের বিচারক নির্ভান খেসাং।
advertisement
নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তিকে এদিন পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেয় কৃষ্ণনগর পকসো আদালত। সেই সঙ্গেই পাঁচ হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছেন বিচারক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরস্কার দেওয়ার নাম করে নাবালিকার সঙ্গে 'অসভ্যতা'! দোষী সাব্যস্ত ব্যক্তির সাজা ঘোষণা করল আদালত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement