আরও পড়ুনঃ শুধু অ্যালার্জি নয়, এই ৩ রোগ থাকলেও মুখে তুলবেন না বেগুন! বিপদের আর শেষ থাকবে না কিন্তু
তার মধ্যে নজর কেড়েছে সার্টেন সিল্কের শাড়ি, মাসুরি সিল্কের শাড়ি, জিমি চু এবং ইকতের শাড়ি। এই সমস্ত শাড়ি কিনতে ভিড় করছেন মহিলারা। এ বিষয়ে পুরুলিয়া শহরের এক শাড়ির দোকানের ব্যবসায়ী উমঙ্গ রাজগড়িয়া বলেন, দুর্গাপুজোয় ট্রেন্ডিং সমস্ত শাড়ি কিনতে ক্রেতাদের যথেষ্ট ভিড় রয়েছে তার দোকানে। মোটামুটি ৪০০ টাকা থেকে শুরু হচ্ছে এই সমস্ত ফ্যান্সি শাড়ি। প্রায় ৩৫০০ টাকা পর্যন্ত রয়েছে শাড়ির কালেকশন।
advertisement
সকলেই এই সমস্ত ট্রেন্ডিং শাড়ি গুলি কিনতে আসছেন। এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন , এই দোকানে তারা প্রতিবছরই দুর্গাপুজোয় শাড়ি কিনতে আসেন। দুর্দান্ত শাড়ির কালেকশন রয়েছে এই দোকানে।  কোয়ালিটিও ভীষণ ভাল, দামও সাধ্যের মধ্যে।  তাই তারা এই দোকান থেকেই কেনাকাটা করেন। আর এ-বছর সমস্ত ট্রেন্ডিং শাড়ির সম্ভার রয়েছে এই দোকানে।
শাড়ি ছাড়া অসম্পূর্ণ দুর্গাপুজো।  তাই প্রতিবছরই নিত্যনতুন ট্রেন্ডিং জামা কাপড়ের পাশাপাশি নতুনত্ব শাড়ির প্রতি আকর্ষণ থাকে ক্রেতাদের। ষষ্ঠীর সকাল কিংবা বিজয়া দশমীর দেবীবরণ সর্বত্রই হিট লিস্টে থাকে শাড়ি। আর এবার দুর্গা পুজোয় পুরুলিয়ায় চলছে বেশ কিছু ট্রেন্ডিং শাড়ি। তাই শেষ মুহূর্তে শাড়ি বাছাই করার আগে এই সমস্ত ট্রেন্ডিং শাড়ি একবার হলেও দেখছেন ক্রেতারা।





