আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে দেবগ্রামের সম্প্রীতি উৎসবে যোগব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এক নাবালিকা। অভিযোগ, প্রতিযোগিতা শেষ হওয়ার পর দুলাল হালদার নামে এক ব্যক্তি ওই নাবালিকাকে মেলা কমিটির কর্মকর্তা বলে পরিচয় দেন। এরপর নাবালিকাকে পুরস্কার দেওয়ার নাম করে গ্রীন রুমে নিয়ে যান। সেখানে তাঁকে কুরুচিকর প্রস্তাব দেওয়ার পাশাপাশি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ জলে ভাসমান দুর্গাপুজো প্যান্ডেল! জেলার ‘এই’ পুজোয় বিরাট চমক, দেখতে যাবেন তো?
এরপর ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুলাল হালদারকে গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলেছে। সাক্ষী, প্রমাণের ভিত্তিতে শেষমেষ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন কৃষ্ণনগর পকসো আদালতের বিচারক নির্ভান খেসাং।
নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তিকে এদিন পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেয় কৃষ্ণনগর পকসো আদালত। সেই সঙ্গেই পাঁচ হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছেন বিচারক।