হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই মহালয়া। তার আগে প্রতিমা তৈরির কাজে যেন যুদ্ধকালীন প্রস্তুতি চলছে বিভিন্ন শিল্পালয়ে। সঙ্গে চলছে বৃষ্টির হাত থেকে প্রতিমা রক্ষার লড়াই। শিল্পীরা বলছেন, টানা বৃষ্টির ফলে প্রতিমা শুকোচ্ছে না। ভেজা মাটিতে প্রলেপ দেওয়া রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠছে। অনেক জায়গায় গ্যাসের আলো জ্বালিয়ে প্রতিমা শুকানোর চেষ্টা চালানো হলেও, তাতে বাড়ছে খরচ। ইতিমধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় লাভের অঙ্কে টান পড়ছে বলে জানিয়েছেন শিল্পীরা।
advertisement
আরও পড়ুন : উৎসবের মাঝেই অঘটন! আবার ‘ভিলেন’ হয়ে উঠল চিনা মাঞ্জা, ঘুড়ির সুতোর খেলায় র*ক্তা*ক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে
এদিকে, জেলার বারোয়ারি পুজো কমিটিগুলি ইতিমধ্যেই বায়না দিয়ে গিয়েছে। সময়মতো প্রতিমা না পৌঁছলে বড় ক্ষতির মুখে পড়বেন শিল্পীরা। আবার অতিরিক্ত বৃষ্টির কারণে ছোট পুজো কমিটিগুলির অনেকেই পুজো বাতিলের চিন্তাভাবনায় রয়েছেন। ফলে নতুন করে মাথাব্যথা বাড়ছে এই সব শিল্পালয়গুলিতে। এদিন তালতলা পল্লীবার্তা রোড এলাকার এক মৃৎশিল্পালয়ে গিয়ে দেখা গেল বৃষ্টির থেকে বাঁচাতে রীতিমতো প্রতিমা জড়ানো রয়েছে প্লাস্টিক দিয়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনগাঁ-সহ জেলার বিভিন্ন শিল্পালয়ে দেখা যাচ্ছে একই ধরনের ছবি। প্রতিমা প্লাস্টিকে মুড়ে রাখা হচ্ছে, যাতে বৃষ্টির জল ঢুকতে না পারে। অনেক প্রতিমায় রঙের প্রলেপ দেওয়া হয়েছে। সেগুলি শেষ মুহূর্তে রক্ষা করে মণ্ডপে পাঠাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শিল্পীরা। তাদের একটাই প্রত্যাশা, কয়েকটা দিন যদি রোদ ঝলমলে আকাশ মেলে, তাহলেই অনেকটা শুকিয়ে উঠবে প্রতিমাগুলি। না হলে শারদীয়ার আনন্দে বড় ছায়া ফেলতে পারে এই বৃষ্টি।