পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত এক গ্রাম নারমার বাসিন্দা গৃহবধূ প্রভাতী মাইতি। বেশ কয়েক বছর ধরেই তিনি শাল পাতা সেলাই করে সংসার চালাচ্ছেন। স্বামীর উপার্জনের পাশাপাশি, বাড়ির অন্যান্য কাজের অবসরে তার এই শাল পাতা সেলাই করে যে টাকা রোজগার হয়, তা দিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে পুজোর সময়ে স্বামীর সঙ্গে হাত লাগিয়ে তিনি তৈরি করেন বিভিন্ন ধরনের প্রতিমা। কাঠামো বাঁধা থেকে মাটি দেওয়া এমনকি রঙেতেও স্বামীকে সহযোগিতা করেন প্রভাতী।
advertisement
আরও পড়ুন: ফের জগন্নাথ মন্দির, এবার দুর্গাপুজোয়! উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, জানুন কোথায়
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে থেকে সামান্য রোজগারে চলত না সংসার। এরপর সংসারের সব কাজ সামলে, শুরু করেন শালপাতা সেলাই করার কাজ। তবে বর্তমানে এই শালপাতা সেলাই করে তার রোজগার হচ্ছে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা। শুধু তাই নয়, স্বামীর সঙ্গে প্রতিমা তৈরিতেও সাহায্য করেন তিনি। প্রতিদিন সম্মানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীর সঙ্গে কাজ করেন এই রক্তমাংসের দুর্গা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বামী ও স্ত্রীর কষ্টার্জিত অর্থে চলে সংসারের খরচ। বর্তমান দিনে প্রত্যন্ত গ্রামে থেকেও অবসর সময়কে কাজে লাগিয়ে বেশ কয়েক হাজার টাকা রোজগার করছেন এই গৃহবধূ। বিভিন্ন পুজোর আগে প্রতিমা বানিয়ে মিলছে রোজগার। স্বাভাবিকভাবে এই গৃহবধুর ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।