Vishwakarma Puja Rituals: নিজের গাড়ি-বাইক আছে? বিশ্বকর্মা পুজোয় এই কাজ করতে ভুলবেন না! রাস্তায় বিগড়ে যাবে না গাড়ি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Vishwakarma Puja 2025: বিশ্বকর্মা পুজোর দিনে যানবাহন এবং সরঞ্জামের পুজো করতে হবে, যাতে তারা আপনাকে পথের মাঝখানে বা সময়ে বারবার প্রতারিত না করে।
advertisement
advertisement
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই নিজের গাড়ি পরিষ্কার করবেন। যদি নিজে পরিষ্কার করার সময় না পান, তাহলে অন্য কাউকে দিয়ে, বা যেখানে গাড়ি ধোওয়া হয় সেখানে গিয়ে একদিন আগে গাড়ি পরিষ্কার করে নিন। আর বিশ্বকর্মা পুজোর দিন একটা পরিষ্কার কাপড় দিয়ে একবার গাড়ি ভাল করে মুছে নিন।
advertisement
সব যন্ত্রে বিশ্বকর্মার বাস। তাই তাঁর পুজোর দিন আপনার গাড়িরও পুজো করুন। গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল, মালা ও চাল নিবেদন করে পুজো করুন। লাল ও হলুদ সুতোয় একটি সুপারি জড়িয়ে নিয়ে সেটি হাতে নিয়ে আপনার গাড়িকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করুন। এর ফলে আপনার গাড়িতে কোনও অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয়।
advertisement
advertisement